নাস্তিক প্রতিরোধে চাই ঐক্য।
লিখেছেন লিখেছেন সাজেদুল ইসলাম ০৯ জুলাই, ২০১৫, ০২:০১:৫০ রাত
বিশ্বের বুকে আমরা দ্বিতীয় বৃহত্তম ইসলামী রাষ্ট্র।কিন্ত দুঃখজনক হলেও সত্য এই দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রে আল্লাহ,রাসূল (সা)ও ইসলাম ধর্মকে নিয়ে প্রতিনিয়ত কটুক্তি করা হচ্ছে।এই দেশে দিন দিন স্বঘোষিত নাস্তিক-মুরতাদদের উৎপাত বৃদ্ধি পাচ্ছে।এদের উৎপাত বৃদ্ধির অন্যতম কারণ হচ্ছে এদের যথাযথ শাস্তি না হওয়া।এদের যদি সঠিক শাস্তি প্রদান করা যেত তাহলে এদের উৎপাত বৃদ্ধি পেত না।এদের যথাযথ শাস্তি হবেই বা কি করে,এদের শাস্তির দাবীতে যারা আন্দোলন করবে আমাদের দেশের ইসলামী দলগুলো আজ তারা নিজ নিজ স্বার্থের কারণে বিভক্ত হয়ে পড়েছে।তারা ভূলে গেছে ঐক্য থাকলে যে কোন দাবী আদায় করা সম্ভব।তারা আন্দোলন করে ঠিকই।কিন্ত এর ফলাফল শূণ্য এর একটি কারণ আর তাহলো অনৈক্য।তারা ভূলে গেছে দশের লাঠি একের বোঝা।শাহবাগের গণজাগরণ মঞ্চে যখন আল্লাহ,রাসূল (সা)ও ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তি করা হলো তখন আল্লামা আহমদ শফীর নেতৃত্বে ১৩ দফা দাবী নিয়ে আত্মপ্রকাশ করল হেফাজতে ইসলাম।তারা নাস্তিক-মুরতাদদের শাস্তির দাবীতে যে আন্দোলনের ডাক দিলো তাতে আমার মতো দূর্বল ঈমানদারদের মনে আশার সঞ্চার হলো যে এবার আর যাই হোক এই নাস্তিক-মুরতাদদের শাস্তি নিশ্চিত করা যাবে।কিন্ত ৫ মে’র পর আমাদের ধারণা ভূল প্রমাণিত হলো। ৫মে’রশাপলা চত্বরের হত্যাকান্ডের পর হেফাজতে ইসলাম আর তাদের দাবী আদায়ের আন্দোলনে ঠিক থাকতে পারে নি।আজ পর্য্ন্ত তারা আর কোন কর্মসূচি দেয়নি।এমনকি শহীদদের আত্মার মাগফেরাত কামনায় কোন দোয়া মাহফিলেরও আয়োজন করেনি।এই আন্দোলন বিফল হওয়ায় আবারো এই নাস্তিক-মুরতাদরা মাথাঝাড়া দিয়ে উঠেছে।তাই এখন আর বিচ্ছিন্নভাবে আন্দোলন না করে ইসলামী দলগুলোর উচিত হবে সম্মিলিতভাবে আন্দোলন করে এদের শাস্তি নিশ্চিত করা।
বিষয়: বিবিধ
১৪২৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যেমন ধরেন, মডুরা পারে অপিকে শায়েস্তা করতে কিন্তু তারা করে না। কেননা তারা এর মাধ্যমে ফায়দা লুটে। অতএব ঐক্য হবে কেমনে অথচ তারাও তো মুসলিম
অনেক ধন্যবাদ ভাইয়া
আল্লাহ তাদের জন্য যে শাস্তি নির্ধারন করে রেখেছেন মানুষের পক্ষে সেটা চিন্তা করাও সম্ভব না , দেওয়াও সম্ভব না ।
মন্তব্য করতে লগইন করুন