নাস্তিক প্রতিরোধে চাই ঐক্য।

লিখেছেন লিখেছেন সাজেদুল ইসলাম ০৯ জুলাই, ২০১৫, ০২:০১:৫০ রাত

বিশ্বের বুকে আমরা দ্বিতীয় বৃহত্তম ইসলামী রাষ্ট্র।কিন্ত দুঃখজনক হলেও সত্য এই দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রে আল্লাহ,রাসূল (সা)ও ইসলাম ধর্মকে নিয়ে প্রতিনিয়ত কটুক্তি করা হচ্ছে।এই দেশে দিন দিন স্বঘোষিত নাস্তিক-মুরতাদদের উৎপাত বৃদ্ধি পাচ্ছে।এদের উৎপাত বৃদ্ধির অন্যতম কারণ হচ্ছে এদের যথাযথ শাস্তি না হওয়া।এদের যদি সঠিক শাস্তি প্রদান করা যেত তাহলে এদের উৎপাত বৃদ্ধি পেত না।এদের যথাযথ শাস্তি হবেই বা কি করে,এদের শাস্তির দাবীতে যারা আন্দোলন করবে আমাদের দেশের ইসলামী দলগুলো আজ তারা নিজ নিজ স্বার্থের কারণে বিভক্ত হয়ে পড়েছে।তারা ভূলে গেছে ঐক্য থাকলে যে কোন দাবী আদায় করা সম্ভব।তারা আন্দোলন করে ঠিকই।কিন্ত এর ফলাফল শূণ্য এর একটি কারণ আর তাহলো অনৈক্য।তারা ভূলে গেছে দশের লাঠি একের বোঝা।শাহবাগের গণজাগরণ মঞ্চে যখন আল্লাহ,রাসূল (সা)ও ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তি করা হলো তখন আল্লামা আহমদ শফীর নেতৃত্বে ১৩ দফা দাবী নিয়ে আত্মপ্রকাশ করল হেফাজতে ইসলাম।তারা নাস্তিক-মুরতাদদের শাস্তির দাবীতে যে আন্দোলনের ডাক দিলো তাতে আমার মতো দূর্বল ঈমানদারদের মনে আশার সঞ্চার হলো যে এবার আর যাই হোক এই নাস্তিক-মুরতাদদের শাস্তি নিশ্চিত করা যাবে।কিন্ত ৫ মে’র পর আমাদের ধারণা ভূল প্রমাণিত হলো। ৫মে’রশাপলা চত্বরের হত্যাকান্ডের পর হেফাজতে ইসলাম আর তাদের দাবী আদায়ের আন্দোলনে ঠিক থাকতে পারে নি।আজ পর্য্ন্ত তারা আর কোন কর্মসূচি দেয়নি।এমনকি শহীদদের আত্মার মাগফেরাত কামনায় কোন দোয়া মাহফিলেরও আয়োজন করেনি।এই আন্দোলন বিফল হওয়ায় আবারো এই নাস্তিক-মুরতাদরা মাথাঝাড়া দিয়ে উঠেছে।তাই এখন আর বিচ্ছিন্নভাবে আন্দোলন না করে ইসলামী দলগুলোর উচিত হবে সম্মিলিতভাবে আন্দোলন করে এদের শাস্তি নিশ্চিত করা।

বিষয়: বিবিধ

১৪২৪ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

329255
০৯ জুলাই ২০১৫ রাত ০২:২৫
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : সর্বপ্রথম নাস্তিকদের অপব্যাখার জবাব দিন , অঃপর ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই
329259
০৯ জুলাই ২০১৫ রাত ০৩:২৬
দুষ্টু পোলা লিখেছেন : লাভ নাই
329265
০৯ জুলাই ২০১৫ রাত ০৩:৩৩
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ঐক্য অবশ্যই কাম্য কিন্তু বাস্তবতা কঠিন।
329272
০৯ জুলাই ২০১৫ সকাল ০৫:৫১
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : লেখকের প্রতি অনুরোধ অপি বাইদান এর মন্তব্য প্রতি মন্তব্য মুছে দিন।
329275
০৯ জুলাই ২০১৫ সকাল ০৭:২২
ছালসাবিল লিখেছেন : ঐক্য তখনই সম্ভব যখন সকল ধরলেন দল থেকে মুসলিমরা বের হয়ে কোরআন ও হাদীস আকড়ে ধরবে Day Dreaming Day Dreaming

যেমন ধরেন, মডুরা পারে অপিকে শায়েস্তা করতে কিন্তু তারা করে না। কেননা তারা এর মাধ্যমে ফায়দা লুটে। অতএব ঐক্য হবে কেমনে Time Out Time Out অথচ তারাও তো মুসলিম Big Grin Big Grin

অনেক ধন্যবাদ ভাইয়া Day Dreaming
329278
০৯ জুলাই ২০১৫ সকাল ০৮:০৬
শেখের পোলা লিখেছেন : যে সরিষায় ভূত থাকে সে সরিষা দিয়ে ভূত ছাড়ানো যায়না৷ আপনার মন্তব্যেও নাস্তিক ঢুকেছে৷ ওটাকে আগে বন্দী করেন৷
329286
০৯ জুলাই ২০১৫ সকাল ০৯:৩৯
হতভাগা লিখেছেন : এসব নোংরাদের নিয়ে ঘাটাঘাটি না করলেই কি নয় ? ব্লগ , সমাজ এসব নিয়ে ঘাটাঘাটি দূর্গন্ধই ছড়িয়ে দেয় ।

আল্লাহ তাদের জন্য যে শাস্তি নির্ধারন করে রেখেছেন মানুষের পক্ষে সেটা চিন্তা করাও সম্ভব না , দেওয়াও সম্ভব না ।
329314
০৯ জুলাই ২০১৫ দুপুর ০২:০৬
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ঐক্যবদ্ধ হওয়া ঈমানের দাবী। অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File