বিলুপ্ত বিএনপি।
লিখেছেন লিখেছেন সাজেদুল ইসলাম ৩১ জুলাই, ২০১৫, ০৮:২০:৩৫ রাত
বাংলাদেশের প্রবীন রাজনীতিবীদ বাবু সুরঞ্জিত সেনগুপ্ত মন্তব্য করেছেন আগামী ২০২০সালের মধ্যে বিএনপি বিলুপ্ত হয়ে যাবে।আমি তার কথার সাথে সম্পূর্ন একমত ।বর্তমানে বিএনপির দিকে তাকালে মনে হয় বিএনপি লাইফ সাপোর্টে আছে।তারা বর্তমানে জামায়াত-শিবিরের উপর ভর করে ঠিকে আছে।তাদের সকল আন্দোলন কর্মসূচী জামায়াত-শিবিরের লোকেরা সফল করছে।আমরা যদি বিগত ০৫ জানুয়ারি পরবর্তী লাগাতার অবরোধ এর দিকে তাকাই তাহলে দেখা যায় যে,এই আন্দোলনে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছে জামায়াত-শিবিরের লোকেরা।আর বিএনপির নেতাকর্মীরা ঘরে বসে নিউজ দেখছে আর আশা করছে এই বুঝি শেখ হাসিনা সরকারের পতন হয়ে গেল।আসলে বিএনপির অবস্থাদৃষ্টে মনে হয় তারা ধমকে বক শিকার করতে চায়।তাদের একটিই কাজ তারা বড় বড় হুঙ্কার দিবে অথচ কাজের কাজ কিছুই করবে না।তারা বর্তমানে অস্তিত্ব সংকটে ভুগছে।তাদের দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে মানবতাবিরোধী অপরাধ মামলায় ফাঁসির রায় দেয়া হয় এমনকি চূড়ান্ত রায়েও ফাঁসির রায় বহাল রাখা হয়।তারপরও তারা কোন কর্মসূচী দিতে পারে নি।আমার আফসোস হয় সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্য তিনি কোন দলের জন্য কোন আদর্শের জন্য রাজনীতি করলেন যে দল তার রায়ের প্রতিবাদে একটা কর্মসূচী দিতে পারে না।পক্ষান্তরে জামায়াত-শিবিরের দিকে তাকান তাদের প্রথম সারির সকল নেতা মানবতাবিরোধী অপরাধ মামলায় আটক ।দ্বিতীয় সারির নেতারাও আটক তারপরও প্রত্যেকটা রায়ের পর তারা কর্মসূচীর ডাক দিয়েছে।
বিষয়: বিবিধ
১২৬৪ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জামাত বি.এন.পি. আলাদা মেজাজের পার্টি। তাদের কর্মসূচী ভিন্ন রকমের হতেই পারে তাই বলে তদের মুখোমুখী দাঁড় করানোর প্রয়াসে ঐক্য ভাঙ্গানোর গন্ধ পাচ্ছি।
In fact আওয়ামী লীগের বিকল্প এখন নেই বাংলাদেশে সরকার পরিচালনা করার ।
মন্তব্য করতে লগইন করুন