ঐক্যের ফাঁটল
লিখেছেন লিখেছেন সাজেদুল ইসলাম ০৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০১:২১ রাত
অনেকদিন আগে একটি গল্প পড়েছিলাম;গল্পটি হল এক দেশে তিন বন্ধু ছিল।তাদের মধ্যে তিনজন তিন ধর্মের অনুসারী।একজন মুসলমান,একজন খ্রিষ্টান ও অপরজন বৌদ্ধ। তিন বন্ধু একদিন পরামর্শ করলো যে এলাকার কারো গাছ থেকে ডাব চুরি করে খেতে হবে।সে কথা অনুযায়ী তারা রাতের আধাঁরে ডাব চুরি করতে একজন মুসলমানের বাড়িতে ঢুকলো।তখন মুসলমান ও খ্রিষ্টান দুই বন্ধু গাছের নীচে দাঁড়িয় পাহারা দিচ্ছিল এবং বৌদ্ধ বন্ধুটি ডাব গাছে উঠল।তখন বাড়ি ওয়ালা লোকটি চোরদের আভাস পেয়ে বাহিরে বেরিয়ে এসে দেখলো চোর তিনজন আর সে একা। তখন সে তিন জনকে শায়েস্তা করার ফন্দি আঁটতে শুরু করলো।চিন্তা করলো যে করেই হোক তাঁদের ঐক্যে ফাঁটল ধরাতে হবে।নইলে সে এদের তিনজনকে শায়েস্তা করতে পারবে না। তখন বাড়িওয়ালা মুসলমান ও খ্রিষ্টান চোরকে ডেকে বললো যে,মুসলমান তুমি আমার ভাই আমার গাছের ডাবে তোমার অধিকার আছে। এবং খ্রিষ্টান চোরকে বললো তুমি আহলে কিতাব তোমারও অধিকার আছে তোমরা যখন খুশি খাবে।কিন্তু এই বৌদ্ধ লোকটির তো কোন অধিকার নেই তাহলে সে খাবে কেন চলো থাকে উপযুক্ত শাস্তি দেই।লোকটির কথায় আকৃষ্ট হয়ে দুই বন্ধু মিলে তৃতীয় বন্ধুকে ইচ্ছে মতো মার দিয়ে বিদায় করলো।তখন লোকটি মুসলমান বন্ধুকে বললো আমার উপর তোমার হক রয়েছে তোমার যখন খুশি তুমি ডাব খেতে পারো।কিন্তু আহলে কিতাবদের হক এক সময় ছিল এখন নেই চলো তাকে শায়েস্তা করি যে কথা সে কাজ দুজন মিলে খ্রিষ্টান চোরকে ইচ্ছে মতো মার দিয়ে তাকে বিদায় করল।যখন মুসলমান চোর একা থেকে গেল তখন বাড়িওয়ালা বললো ইসলামে চুরি হারাম আর তুমি এসেছো চুরি করতে। একথা বলেই সে চোরকে আঘাত শুরু করলো।তখন সে উপলদ্ধি করতে পারলো যে আসলে আমায় বোকা বানিয়ে আমায় বন্ধুদের কাছ থেকে আলাদা করা হয়েছে।যখন সে তার বোকামী উপলদ্ধি করলো তখন তার আর কিছুই করার ছিল না।আজ বিএনপিরও সে অবস্থা।যখন জামায়াত নেতৃবৃন্দকে ফাঁসি দেয়া হলো তখন তারা মনে মনে ভাবলো যে মৌলবাদী নেতাদের ফাঁসি হচ্ছে আমরা কেন তাঁর প্রতিবাদ করবো।এরা তো রাজাকার,আল-বদর।আর আমরা মুক্তিযোদ্ধের চেতনায় বিশ্বাসী।যখন মাওলানা আমিনী (রহ) কে গৃহবন্দী করে হত্যা করা হল তখনো তারা কোন প্রতিবাদ করে নি।আজ যখন তাঁদের নেত্রীকে কারাগারে পাঠিয়ে দিল তখন তারা বুঝতে পারলো যে মু্ক্তিযোদ্ধের চেতনা নাশক বড়ির ধোঁকা দিয়ে তাদের একা করা হয়েছে।এটা বুঝে উঠতে তাঁদের বড্ড দেরী হয়ে গেছে।সময় মতো উপলদ্ধি করলে হয় তো আজ এ ধরনের পরিস্থিতি তৈরী হতো না।তাই বলতে হয়--
দেরীতে বুঝার ফল
নেত্রীর চোখে জল।
বিষয়: রাজনীতি
৮৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন