'হ্যাপী'র কবিতা
লিখেছেন লিখেছেন নাবিক ৩১ জুলাই, ২০১৫, ০৭:৪১:৫৩ সন্ধ্যা
প্রেমে ব্যর্থ মানুষ জীবনের কোনো না কোনো একসময় কবিতা লিখা শুরু করে। এইটা কিন্তু সত্যা কথা। বিশ্বাস না হলে, ক্রিকেটার "রুবেল হোসেনে"র সাবেক প্রেমিকা চিত্রনায়িকা 'নাজনিন আক্তার হ্যাপী"র ফেইসবুক টাইমলাইন থেকে ঘুরে আসুন।
প্রেমের সম্পর্ক শেষ হয়ে যাবার পরেও নিয়মিত রুবেলকে নিয়ে ফেইসবুকে নানা ধরণের পোস্ট দিয়ে যাচ্ছিলো সে। ইদানিং রুবেলকে নিয়ে বেশ কয়েকটা কবিতা লিখেছে হ্যাপী। নিচে তার লেখা একটা কবিতা শেয়ার করা হলো।
"তোর শরীরের ঘ্রাণে ভরে থাকে মন,
যতই নামি দামী সুবাসে ভরে রাখি ঘর!
আখি খুলে তোকেই দেখি,
সামনে থাকুক যত সুন্দর সব!
চুলগুলো বাধিনা আমি,
চুলের আধাঁরে তোকে লুকিয়ে রাখার আশায়!
তোর ছোয়া সেই কাপড়গুলো ধুই না
তোর হাতের ছোয়া হারাবো তাই।
অতি যত্নে তোরে পুষি আমার অন্তরে,
সেখান থেকে কেউ কোনদিন তোকে,
কেড়ে নিতে পারবে না আমার বিশ্বাসে।
কে বলে? তুই আমার থেকে দূরে!
যারা বলে ওরা বোকা,পাগল,মূর্খ!"
আহ কি দারুণ একখানা কবিতা! মাইয়্যাটার প্রতিভা আছে এটা মানতেই হবে। রুবেল ভাই ক্যান'যে বুঝলোনা?
বিষয়: বিবিধ
১১৬৫ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন