'হ্যাপী'র কবিতা

লিখেছেন লিখেছেন নাবিক ৩১ জুলাই, ২০১৫, ০৭:৪১:৫৩ সন্ধ্যা



প্রেমে ব্যর্থ মানুষ জীবনের কোনো না কোনো একসময় কবিতা লিখা শুরু করে। এইটা কিন্তু সত্যা কথা। বিশ্বাস না হলে, ক্রিকেটার "রুবেল হোসেনে"র সাবেক প্রেমিকা চিত্রনায়িকা 'নাজনিন আক্তার হ্যাপী"র ফেইসবুক টাইমলাইন থেকে ঘুরে আসুন।

প্রেমের সম্পর্ক শেষ হয়ে যাবার পরেও নিয়মিত রুবেলকে নিয়ে ফেইসবুকে নানা ধরণের পোস্ট দিয়ে যাচ্ছিলো সে। ইদানিং রুবেলকে নিয়ে বেশ কয়েকটা কবিতা লিখেছে হ্যাপী। নিচে তার লেখা একটা কবিতা শেয়ার করা হলো।

"তোর শরীরের ঘ্রাণে ভরে থাকে মন,

যতই নামি দামী সুবাসে ভরে রাখি ঘর!

আখি খুলে তোকেই দেখি,

সামনে থাকুক যত সুন্দর সব!

চুলগুলো বাধিনা আমি,

চুলের আধাঁরে তোকে লুকিয়ে রাখার আশায়!

তোর ছোয়া সেই কাপড়গুলো ধুই না

তোর হাতের ছোয়া হারাবো তাই।

অতি যত্নে তোরে পুষি আমার অন্তরে,

সেখান থেকে কেউ কোনদিন তোকে,

কেড়ে নিতে পারবে না আমার বিশ্বাসে।

কে বলে? তুই আমার থেকে দূরে!

যারা বলে ওরা বোকা,পাগল,মূর্খ!"

আহ কি দারুণ একখানা কবিতা! Big Grin মাইয়্যাটার প্রতিভা আছে এটা মানতেই হবে। রুবেল ভাই ক্যান'যে বুঝলোনা?

বিষয়: বিবিধ

১১৬৫ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

332906
৩১ জুলাই ২০১৫ রাত ০৮:৩৩
রক্তলাল লিখেছেন : প্রচার এবং খ্যাতি লাভের স্বপ্নে বিভোর মানসিক রোগী।

০১ আগস্ট ২০১৫ সকাল ০৮:১৩
275175
নাবিক লিখেছেন : হ আমাগর ফকরু ভায়ের মতো Big Grin :P
০১ আগস্ট ২০১৫ সকাল ১০:৫০
275186
রক্তলাল লিখেছেন : ছরম সইত্য। অতিরিক্ত হেরইন সেবনের ফলে নাকি এরকম উদ্ভট মস্তিস্কের হয়।
332910
৩১ জুলাই ২০১৫ রাত ০৮:৪৮
জবলুল হক লিখেছেন : ভাই দুনিয়াতে এতো বিষয় থাকতে এই হ্যাপীর কবিতা নিয়ে ব্লগ লিখলেন।আমার তো কিছু বুঝে আসছে না। এই মেয়েকে এড়িয়ে চলাটা ভালো।
০১ আগস্ট ২০১৫ সকাল ০৮:১৭
275176
নাবিক লিখেছেন : হুম ঠিকি বলছেন। তার কবিতাগুলা পইড়া খুব মজা পাইসি। তাই ১টা শেয়ার করলাম। ধন্যবাদ...
332916
৩১ জুলাই ২০১৫ রাত ০৯:৩৩
আবাবীল লিখেছেন : কপিতাটা তার মতোই মচতকার!
০১ আগস্ট ২০১৫ সকাল ০৮:১৮
275177
নাবিক লিখেছেন : হা মচতকারই বটে Tongue
332965
০১ আগস্ট ২০১৫ রাত ০২:০২
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনি কি হ্যাফীর ভক্ত??
০১ আগস্ট ২০১৫ সকাল ০৮:২১
275178
নাবিক লিখেছেন : না আমি হ্যাফীর ভক্ত না। bt তার কপিতার ভক্ত হইয়া গেছি। কি সুন্দর কপিতাইনা লেখে মাইয়্যাটা। Tongue Big Grin

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File