আওয়ামিলীগের সুশাসন ???

লিখেছেন লিখেছেন প্রবাসী কামলা ৩১ জুলাই, ২০১৫, ০৭:১৫:৪২ সন্ধ্যা

✪ অষ্টম শ্রেণী পড়ুয়া পূর্ণিমাকে যখন ধর্ষণ করা হচ্ছিল, এত মানুষ দেখে পূর্নিমার মা ধর্ষকদের বলছিলো "বাবারা,

আমার মেয়েটা ছোট তোমরা একজন একজন করে এসো, ও মরে যাবে।

-

✪✪✪ আমাকে একফোটা পানি দাও,তাকে বলা হল পানির বদলে শরীরের ঘাঁম খা... ( মৃত্যু পথযাত্রী সিলেটের রাজন)

-

✪✪✪ আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই যে-ভাবেই হোক আমাকে বাঁচাও। আমার দুধের সন্তানটার কি হবে??

(রাজনীতির আগুনে দগ্ধা হয়ে এভাবেই বাঁচার আকুতি চিৎকার

করে জানিয়েছিলেন মৃত্যু পথযাত্রী গার্মেন্টস শ্রমিক শায়লা।) -

✪✪✪ আমার সন্তান কে আমার বুকে ফিরিয়ে দাও!! আমি আর কখনো আসবোনা। তোমাদের পায়ে ধরি আমাকে ছেড়ে দাও.....

(অজ্ঞান হওয়ার আগ পর্যন্ত হায়েনাদের পায়ে ধরে এভাবেই

আকুতি জানিয়েছিল পহেলা বৈশাখে টিএসসির মোড়ে লাঞ্চিত বোনটি।)

-

✪✪✪ ওরা আমাকে দুদিন আটকে রেখে পালাক্রমে ধর্ষন করেছিল। হাতে ধরেছি পায়ে ধরেছি কিন্তু আমাকে তারা ছাড়েনি। বারবার আমি জ্ঞান হারেয়েছি...

(বুক ভরা হাহাকার নিয়ে কেঁদে কেঁদে নালিশ করছিলো মেডিকেল কলেজে পড়তে আসা কাশ্মীরের ধর্ষিতা বোনটি।)

- ✪✪✪ অসভ্য ভারতীয়দের কাঁটাতারে দুদিন ধরে ঝুলেছিল আমার বোন "ফেলানী"। ( তাঁর আত্মচিৎকার এই অসভ্য মানবতার দুয়ারে কষাঘাত করেনি...)

-

✪✪✪ আমাদেরকে জোর করে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হলো। এ অর্থ লিপ্সু মালিকদের ঘৃণ্য রাজনীতির বলি হলাম আমরা.... (রানা প্লাজার শ্রমিকরা মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই চিৎকার করেছিল।)

↼ ↼ ↼ ↼ ↼ না ভাই আমি আপনাকে

আইয়ামে জাহিলিয়তের কোন রগ রগা কাহিনী বলতেছিনা। তথাকথিত বুদ্ধিজীবীদের বর্ণনা অনুযায়ী মধ্যযুগীয় কোন

বর্বরতার কথা বলছিনা। বলছি এ সভ্য দুনিয়ার কথা...

বলছি এ বাংলাদেশের কথা... .

বলছি আমার মায়ের হাহাকার,

বলছি আমার বোনের আত্মচিৎকার এর কথা.... .

আমি আ"লীগ বুঝিনা বিএনপি বুঝিনা!

আমি আমার বোনের ইজ্জতের নিরাপত্তা চাই...

আমি গনতন্ত্র বুঝিনা রাজতন্ত্র বুঝিনা আমি আমার মায়ের

ইজ্জতের প্রতিশোধ চাই.....।

আমি চাইনা এই নির্যাতিত মানুষগুলোর রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত হোক সোনার বাংলা। -

আমি একদল তরুন চাই যারা আমার বোনের দিকে লালায়িত

জিহ্বা টেনে ছিড়ে ফেলবে.....

যারা আমার বোনের দিকে তাকিয়ে থাকা চক্ষু উপড়ে ফেলবে...

যারা আমার বোনের ধর্ষন কারীদেরকে জীবন্ত কবর দিবে....... -

কালেকটেড ফ্রম ফেসবুক

বিষয়: বিবিধ

১১৭০ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

332903
৩১ জুলাই ২০১৫ রাত ০৮:১৬
নাবিক লিখেছেন : আরে দ্যাশতো ভালোই চলতাসে, উন্নয়নের জোয়ারে দ্যাশ ভাইসা যাইতাসে। আপনেরা শুধু শুধু হাউ-কাউ করেন।
৩১ জুলাই ২০১৫ রাত ১১:৩৩
275145
প্রবাসী কামলা লিখেছেন : ধন্যবাদ
332904
৩১ জুলাই ২০১৫ রাত ০৮:২৪
শেখের পোলা লিখেছেন : ডডিজিটাল উন্নয়ন হয়ত একেই বলে৷ সে দেশের কর্তাদের অন্যের বেডরুম পাহারা দেবার দায়িত্ব নেই৷ তারা নিজেদ গদি সামলাতেই ব্যস্ত৷
৩১ জুলাই ২০১৫ রাত ১১:৩৪
275146
প্রবাসী কামলা লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
332964
০১ আগস্ট ২০১৫ রাত ০২:০০
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন :
আইয়ামে জাহিলিয়তের কোন রগ রগা কাহিনী বলতেছিনা। তথাকথিত বুদ্ধিজীবীদের বর্ণনা অনুযায়ী মধ্যযুগীয় কোন বর্বরতার কথা বলছিনা। বলছি এ সভ্য দুনিয়ার কথা...বলছি এ বাংলাদেশের কথা...
অনেক ধন্যবাদ
১২ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৪০
277396
প্রবাসী কামলা লিখেছেন : অনেক ধন্যবাদ
332995
০১ আগস্ট ২০১৫ দুপুর ১২:১২
হতভাগা লিখেছেন : আওয়ামী লীগকে ৮৭ % আসন দিয়েছে দেশের মানুষ । সেটার ফলে যে ব্রুট মেজরিটি পেয়েছিল তারই ফল ২০১৪ এর নির্বাচন ।

পড়েছিস মোঘলের হাতে
খানা খেতে হবে এক সাথে




আওয়ামী লীগের আমলে বাঘে-সিংহে ও ভালুকে এক ঘাটে জল খেতে বাধ্য হয়
১২ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৪০
277398
প্রবাসী কামলা লিখেছেন : অনেক ধন্যবাদ
333080
০২ আগস্ট ২০১৫ রাত ১২:২৯
প্রবাসী যাযাবর লিখেছেন : ভালো লাগলো পিলাচ
১২ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৪০
277400
প্রবাসী কামলা লিখেছেন : অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File