বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হয়েছে শুনে...
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০৩ জুলাই, ২০১৫, ১২:৪৭:২৪ দুপুর
খুব ভালো লাগছে শুনতে
প্রিয় জন্মভূমি বাংলাদেশ,
হয়েছে মধ্যম আয়ের দেশ |
জনগণ পারবে কি ঘরে বেশি কিছু আনতে!
বিশ্বব্যাংক বলেছে, জাতিসংঘও দেবে ঘোষণা,
নিম্ন থেকে হয়েছে মধ্য আয়ের দেশ |
আহা বেশ বেশ!
ঘুচবে কি তবে আইজুদ্দিনের বেদনা?
নিম্ন আয়, মধ্যম আয়ের প্রেসনোটে
গরীবের পেটে কি ভাত জোটে?
উন্নয়নের ঢেউয়ে তবুও কি যাবে কেউ
ভেসে ইন্দোনেশিয়া, মালয়শিয়া বা থাই উপকূলে?
সলিল সমাধি হবে কি কারো জড়িয়ে উত্তাল সাগরের ঢেউ,
আবার কি ভাসবে কারো চোখ অশ্রুজলে?
আবার কি হবে দেশ জুড়ে শোক, মাতম হায় হায়,
ফেলানি কি আবার কি ঝুলবে কাটা তারের বেড়ায়?
দুর্নীতি শাসনের সরকার আর কতদিন চলবে?
পশু খাদ্যের চালানে কতদিন আর ক্ষুধা পেট ভরবে?
বিষয়: বিবিধ
৮৪০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন