বোমা দিয়ে কি ইফতার করা যায়?

লিখেছেন লিখেছেন স্বপ্নচারী মাঝি ০৩ জুলাই, ২০১৫, ০৬:৫৪:৪৭ সকাল



ফ্রান্স, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে যখন হিজাব নিষিদ্ধ হতো কিংবা হিজাব পরার জন্য যদি কোন নারীকে নিগ্রহের শিকার হওয়ার খবর যখন শুনতাম, তখন সত্যিই অনেক কষ্ট পেতাম। হৃদয়ে রক্তক্ষরণ হতো সেই নির্যাতিতার জন্য। কিন্তু, কখনো ভাবিনি যে এর চেয়েও মর্মপীড়াদায়ক ঘটনার জন্ম আমার দেশেই হতে পারে। কখনো ভাবিনি আমার প্রিয় এই দেশের নারীদেরও ইসলামী অনুশাসন মেনে চলার কারণে ভোগ করতে হতে পারে সীমাহীন লাঞ্ছনা। কিন্তু বাস্তবতা আজ ওসব বিধর্মী রাষ্ট্রগুলোর চেয়েও ভয়ংকর। বিগত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে ধর্মপ্রাণ ও পর্দানশীন নারীদের উপর সরকারের পেটোয়া বাহিনীর নির্মম আচরণ বারবারই মনের কোনে শঙ্কা জাগ্রত করেছে। প্রশ্নবিদ্ধ করেছে দেশের স্বাধীনতাকে, নাগরিকের স্বাধীনতাকে, সর্বোপরি নারী স্বাধীনতাকে। দুঃখজনক হলেও সত্য যে, আমাদের দেশের যেসব নারীরা কপালে অতিকায় টিপ লাগিয়ে নারীর স্বাধীনতা ও অধিকারের কথা বলে থাকেন, তারাও রহস্যজনকভাবে নিশ্চুপ। কারণ, যেসব নারীদেরকে অন্যায়ভাবে পুলিশ গ্রেফতার করেছে তারা ধর্মনিরপেক্ষ নয়, বরং ধর্মভীরু। তাদের কারো কপালে বৃহদাকার টিপ নেই, কিন্তু কারো কারো কপালে আছে সিজদার চিহ্ন। তারা কথিত ওইসব নারী নেত্রীদের মত অর্ধনগ্ন হয়ে চলাফেরা করে না বরং তারা প্রত্যেকেই শরীয়তের বিধান মেনে পর্দা করে চলে। আর তাই পর্দানশীন এসব নারী গ্রেফতার হওয়ায় নিন্দার ঝড় ওঠেনি। উপরন্তু তাদেরকে অবৈধ সরকারের পা-চাটা পুলিশ ককটেল নাটক সাজিয়ে জঙ্গি হিসেবে মিডিয়ার সামনে প্রচার করেছে। কি লজ্জার কথা! ইফতার মাহফিলে রোজাদার এসব নারী ককটেল বা হাতবোমা নিয়ে গিয়ে কি করবেন? ইফতারের কোন আইটেমের নাম ককটেল আছে বলে তো জীবনেও শুনিনি! মাতৃসম এসব সম্মানিত নারীদেরকে ককটেল দিয়ে কোর্টে চালান দিয়ে পুলিশ কি প্রমাণ করতে চায়? নাকি ওসি বিপ্লব কুমার নাথ আর হরেন্দ্রনাথ সরকার আর এদের দোসররা দেশকে কোন সাম্প্রদায়িক দাঙ্গার দিকে উস্কে দিতে চায়?



এসব হরেন্দ্র মার্কা ‘র’ এর এজেন্টদের নষ্টামী আর দেখতে ইচ্ছে হয় না। প্রতিবাদের ভাষাগুলো অগ্নি হয়ে বের হয়ে আসতে চায়। মুষ্টিবদ্ধ হয়ে যায় দু’টি হাত। নতুন করে শপথ নিয়ে ভেঙ্গে দিতে ইচ্ছে হয় জালিমের মসনদ। বিদ্রোহের দাবানল বুকে দাউ দাউ করে জ্বলে ওঠে। নিজের অজান্তে মুখে উচ্চারিত হতে থাকে -

আমি উপাড়ি' ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে।

মহা- বিদ্রোহী রণ-ক্লান্ত

আমি সেই দিন হব শান্ত,

যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল, আকাশে বাতাসে ধ্বনিবে না,

অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না -

বিদ্রোহী রণ-ক্লান্ত

আমি আমি সেই দিন হব শান্ত!

বিষয়: বিবিধ

১৮৩৮ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

328420
০৩ জুলাই ২০১৫ সকাল ০৭:৫৪
শেখের পোলা লিখেছেন : বৃহৎ টিপ ওয়ালী আর বিরাট গোঁফ ওয়লাকে বাদই দিলাম, দেশে কয়েকশত মাদ্রাসা, কয়েক হাজার বিখ্যাত আলেম কয়েক ডজন পীর তারাইবা কেমন করে এ সব হজম করে বুঝিনা৷ তারাকি একনও রসুলের সাথে মক্কায় বাস করে? যে প্রতিবাদ করা নিষেধ৷
০৩ জুলাই ২০১৫ দুপুর ০১:৪৮
270681
স্বপ্নচারী মাঝি লিখেছেন : আপনার কথায় যুক্তি আছেWinking
328425
০৩ জুলাই ২০১৫ সকাল ০৯:৪১
অপি বাইদান লিখেছেন : আল্লার মোমিনা বোরকাওলী'দের ১২টা বেজে গেল, আর আল্লা বসেবসে ঝালমুড়ি খায়! হায়রে আল্লা!!
০৩ জুলাই ২০১৫ দুপুর ০১:৫০
270682
স্বপ্নচারী মাঝি লিখেছেন : আল্লাহ কি করে সেটা একদিন অবশ্যই বুঝতে পারবেন। হয়তো সেদিন লজ্জায়, ক্ষোভে নিজেই নিজের চুল ছিড়বেন। আল্লাহ সবাইকে হিদায়াত দেন না।
০৩ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:০৫
270717
শেখের পোলা লিখেছেন : কতবার জন্মাবেন?আবারও পূণর্জন্ম হয়েছে দেখি৷ তা ভাল থাকেন৷ পথে কাঁটা না দেখলে নবী সঃ এর ভাল লাগত না, আমারও লাগেনা৷
০৩ জুলাই ২০১৫ রাত ০৮:১৭
270722
অপি বাইদান লিখেছেন : আল্লার হেদায়েত পেয়ে মুমিন মুস্লিমদের যে হাগু দশা, তাতে ঐ হেদায়েতে ঝাড়ু মারো।
328430
০৩ জুলাই ২০১৫ সকাল ১১:৩৬
এলিট লিখেছেন : বাংলাদেশে মুসলমানেরা সংখালঘু। কাজেই এমন নিপীড়ন তো তাদের উপরে হবেই। কিভাবে সংখালঘু সেটা - এখানে দেখুন
০৩ জুলাই ২০১৫ দুপুর ০১:৫২
270683
স্বপ্নচারী মাঝি লিখেছেন : আপনার লেখাটা পড়লাম, ভাল্লাগছে এলিট ভাই। পিলাচ
০৩ জুলাই ২০১৫ রাত ০৯:১৮
270727
এলিট লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ ভাই
328435
০৩ জুলাই ২০১৫ দুপুর ১২:৫৩
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৩ জুলাই ২০১৫ দুপুর ০১:৫২
270684
স্বপ্নচারী মাঝি লিখেছেন : আপনাকেও ধন্যবাদTalk to the hand
328448
০৩ জুলাই ২০১৫ দুপুর ০৩:৪৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ওরা নিজেরা তে বোমাবাজি করেই অভ্যস্ত!! তাই সবাইকে কোমাবাজ মনে করে।
০৩ জুলাই ২০১৫ বিকাল ০৫:১১
270703
স্বপ্নচারী মাঝি লিখেছেন : ধন্যবাদ
328462
০৩ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৫৯
আবু জারীর লিখেছেন : ধ র্ম হীন সেকুলার আর নষ্ট বামদের অবৈধ প্রেতাত্মা নিজেদেরকেই নিজেরা ধ্বংস করছে। এই নিরহ মজলুমা নারীদের চোখের পানি আর হৃদয়ের আকুতি আল্লাহর দরবারে সরাসরি কবুল হবে ইনশা'আল্লাহ।
০৯ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:৩২
271658
স্বপ্নচারী মাঝি লিখেছেন : ইনশা-আল্লাহ
328812
০৬ জুলাই ২০১৫ রাত ০২:৫৭
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : রামের সৈনিকদের এখন পোয়াবারো..চারদিকে ডান্ডি পুলিশের তান্ডব চলছে..কান্ডারী হুশিযার!! ধন্যবাদ, পোস্টের জন্য..
০৯ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:৩৩
271659
স্বপ্নচারী মাঝি লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File