বর্ষবরণ, বস্রহরণ এবং অতঃপর
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২২ এপ্রিল, ২০১৫, ০৬:২৫:১৩ সন্ধ্যা
হা হা ঠিক বলেছেন মাননীয়
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী,সুপ্রিয়,
পহেলা বৈশাখে বর্ষবরণ
হয়েছে উল্লাসে উদযাপন,
কোথাও কিছু হয়নি,
কিছু তার প্রমান মেলেনি|
ধর্ম নিরপেক্ষ দেশ হয়েছে গড়া,
উপচেপড়া ভীর, মানুষ ভরা
উত্সব উত্সাহে হয়েছে বর্ষবরণ|
কে লাগায় কালী তাতে অকারণ?
কেউ একটু আধটু শাড়ি ধরে টানলে
তাতে গায়ের কাপড় খুলে পড়লে,
কি আর এমন হলো!
কার গায়ে এত জ্বালা করলো?
কেন কেউ ভেউ ভেউ করে তবে কাঁদবে
এতো সামান্য হট্টগোল, বৈশাখী উত্সবে!
‘দেবে আর নিবে,
মিলাবে মিলিবে’,
তবেই না স্বার্থক উদযাপন,
হবে প্রগতিশীল বর্ষবরণ|
বিষয়: বিবিধ
৮৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন