জীবনে অভাবের প্রয়োজন আছে
লিখেছেন লিখেছেন সরওয়ার মোর্শেদ ২২ এপ্রিল, ২০১৫, ০৬:৩২:৩৯ সন্ধ্যা
অভাব আছে বলেই জগত্ বৈচিত্র্যময় হয়েছে । অভাব না থাকলে জীব সৃষ্টি বৃথা হত । অভাব আছে বলে অভাব পূরণের এত উদ্যম , এত উদ্যোগ । সংসার অভাবক্ষেত্র বলেই কর্মক্ষেত্র । অভাব না থাকলে সকলেই স্থাণু স্থবির হত । মনুষ্য জীবন বিড়ম্বনাময় হত । মহাজ্ঞানীগণ অপরের অভাব দূর করতে সর্বদা ব্যস্ত । অভাব আছে বলেই মহামানবদের মানুষ সেবা করার সুযোগ হয়েছে । সেবা মানবজীবনের পরম ধর্ম । সুতরাং অভাব হতেই সেবা ধর্মের সৃষ্টি হয়েছে । আর এ সেবা ধর্মের দ্বারাই মানুষের মনুষ্যত্বসুলভ গুণ সার্থকতা লাভ করেছে ।
বিষয়: বিবিধ
৯৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন