গণতন্ত্র, তোমাকে পাবো বলে
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০৭ এপ্রিল, ২০১৫, ০৭:২১:২০ সকাল
জীবন নদীর অন্য পাড়ে
দাড়িয়ে যে, আসেনি হাতে হাত ধরে,
দুকুল ছাপানো বন্যা অবিরল
অন্তহীন বয়ে যাওয়া অশ্রুজল,
ম্লান করেনি তবুও স্মৃতি তার
অমলিন আরো করেছে তারে
সে তো আজও জেগে মনোমন্দিরে |
রুদ্ধ দ্বারের অন্য পাশে
জীবনের যে সব চাওয়া,
অধরা বেদনায় রয়েছে মিশে,
হারিয়েছে বহুদূরে, হয়নি আজো পাওয়া,
তারও স্মৃতি কি ভুলেছে এ'মন
আজও কেন মনে পড়ে আর,
না পাবার সে বেদনা ভার,
কেন খোঁজে তারে যখন তখন?
গণতন্ত্র, যদিও তুমি বন্দী কারাগারে
বাংলার সবুজ শ্যামলে, আকাশ নীলে,
দেখা হয়নি তোমায় বহুদিন চোখ মেলে
তবুও আছো হৃদয়ে আঁকা,
যেমন কেউ আছে জীবন নদীর অন্য পাড়ে|
রুদ্ধ দ্বারের আড়ালে থাকা-
চির না পাওয়া চাওয়া হয়ে থাকো,
এ'হৃদয় জুড়ে আজো শুধু স্বপ্ন ছবি আঁকো |
না পাবার বেদনা অন্তহীন,
শোক সন্তাপ ভাষাহীন,
তবুও তোমাকে পাবো বলে
না থামা পথচলা আজো অবিরল অশ্রুজলে |
বিষয়: বিবিধ
১০৩০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন