তোমাকে ভুলতে চেয়ে ও

লিখেছেন লিখেছেন অভিশপ্ত নীরব ০৭ এপ্রিল, ২০১৫, ০৭:৩৮:১৮ সকাল

তোমাকে বার বার ভুলতে চেয়েছি কিন্তু পুরোনো স্মৃতি মনে পড়ে যায় যে বার বার , নীরব আমি প্রভু ছাড়া কেউ দেখে না কাঁন্না যে আমার ! তোমায় কোনো দোষ দেবো না আজ কোনোক্রমে , অভিশপ্ত আমি শত কোটি ঘৃনা প্রেমের নামে ! কেন ভালবেসেছিলাম এক অবুঝ বালিকাকে হায় , যাকে হারিয়ে আজ কেঁদে বুক যে ভাসাই ।

বিষয়: সাহিত্য

৯৫০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

313449
০৭ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:৪৫
আফরা লিখেছেন : আহারে---- প্রেম । চোখের পানির কোন মূল্যই নাই ।
০৮ এপ্রিল ২০১৫ রাত ১২:৪৫
254535
অভিশপ্ত নীরব লিখেছেন : আপনারা তো আমাদের চোখের পানির কোনো মূল্যই দেন না ! তাই তো আমাদের মত অভিশপ্ত প্রেমিকদের এতটা কাঁন্না !

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File