কাপুরুষ ব্লগার !
লিখেছেন লিখেছেন অভিশপ্ত নীরব ৩১ মার্চ, ২০১৫, ১২:২৫:০৯ রাত
আমরা যারা একটু অনলাইনে ঘোরাঘুরি করি তারা ই দু'দিন পরে ব্লগার বনে যাই । ইসলাম তথা মুসলিমদের বিরুদ্ধে লেখালেখি করলেই আমরা বিখ্যাত হয়ে যায় ।বাস্তবে আমরা ব্লগার মাত্রই আস্ত এক একটা কাপুরুষ ! আমরা অনলাইনে যেটা বলি , জনতার সম্মুখে সেটা বলতে ভয় পাই ।আর এতটাই কাপুরুষ যে নিজের সঠিক পরিচয় নাম ধামে লিখি না ।ছদ্ম নাম ব্যবহারের নামে ফেইক নামেই পরিচিত হই ।পুরুষ হয়েও নারীর নামে আইডি খুলতে আমাদের নেই কোনো দ্বিধা বা লজ্জা ! ব্লগ সাইটে এসে অনেক নারী নামক ব্লগারদের পাবেন ! যাদের ব্লগের ভাষা ডিজিটাল চটি বলে চালিয়ে দেওয়া যায় ! আমরা এতটাই কাপুরুষ যে পুরুষ বলে পরিচয় দিতেও ভয় পাই ! হায়রে ব্লগার সেলিব্রেটি !
বিষয়: বিবিধ
১২৭৭ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আগে নিজেকে তৈরী করুন তারপর অন্যদেরকে বলুন.......
ব্লগে মন্তব্য করার সাহস দেখিনা অনেক ব্লগারের খালি নিজেকে মোটাতাজা মনে করে....!!!!
মন্তব্য করতে লগইন করুন