গণতন্ত্র তোমাকে চাই

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০৬ মার্চ, ২০১৫, ০৯:০৩:২৩ সকাল

গণতন্ত্র-

তোমায় চেয়েছে জনগণ,

সব কালে, সব দেশে

প্রতিবাদে, সমাবেশে|

কত বিপ্লবী নাম জড়ানো

পৃথিবী জুড়ে ছড়ানো,

তোমার বিপ্লব, আন্দোলন|

এসেছে ঘোর কলিকাল,

এই সন্ধ্যা, সকাল

অবরুদ্ধ তুমি এদেশে,

নিষিদ্ধ সভা সমাবেশে|

বাক স্বাধীনতা প্যাকেটে মুড়ে,

ব্যাক্তি স্বাধীনতার কবর খুড়ে,

তোমার ছদ্মাবরণে বারবার

সাজে অগণতান্ত্রিক সরকার|

এবার মানবোনা কোনো ষড়যন্ত্র,

তোমায় খুঁজে নেব গণতন্ত্র,

প্রতিবাদে, প্রতিরোধে

প্রয়োজনে প্রতিশোধে|

বিষয়: বিবিধ

৮২৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

307512
০৬ মার্চ ২০১৫ বিকাল ০৫:২৯
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৬ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৩৬
248777
কাব্যগাথা লিখেছেন : দুষ্টু পোলা: কষ্ট করে কবিতা পড়ার আর আরো অনেক বেশি কষ্ট করে মন্তব্যের করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ |

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File