ওরা আপনারই ছেলে/মেয়ে

লিখেছেন লিখেছেন নূর আল আমিন ০৬ মার্চ, ২০১৫, ১০:১৩:০২ সকাল

ছিহঃ ছিহঃ ওরা কি মানুষ?

.

এসব কি দেখছি?

থামো শিরিন একটু

শান্ত হও এসব

এখানের জন্য কিছু নয়

বাদ দাও.

.

কি থামবো?

ওরা তো আমাদের

মতোই কারো ভাই/বোন

ছেল/মেয়ে!!

শিরিন আমাদের

মতোই কিন্তু আমাদের

তো আর না।

.

ব্রেঞ্চীতে.. . বসো এসো দুপুরের

খাবার খেয়ে নেয়!!

তুমি এই সিরিয়াস

বিষয়টা এড়িয়ে যাচ্ছো কেনো?

আমাদের

ভাইবোনরা কি অলটাইম

আমাদের

সামনে থাকে??

কাল যে আমার সন্তান

স্কুল

ফাকি দিয়ে এখানে আসবে না তার

নিশ্চয়তা কি???

.

মাস

খানে আগে অনেকটা রাগ

করেই

প্রিয়তমা স্ত্রী শিরিনকে নিয়

ঢাকায় এসেছিলাম।

আসার পর থেকেই

শিরিনের আবদার

ছিলো ওকে যেনো ঢাকার

দর্শনীয়

স্থানে নিয়ে ঘুরি!!

.

শিরিনের আবদার

ফেলতে পারিনা ওর

মায়া ভরা মুখের

দিকে তাকালে আর

না করতে পারিনা।

কারণ হচ্ছে শিরিন

আমার মতোই

অভাগা ইয়াতিম!!

.১২

তারিখে বাড়িতে ফিরতে হবে হাতে আছে মাত্র

৫ দিন আজকে ছুটির

দিন ছিলো তাই

শিরিনকে নিয়ে মিরপুরেই

আসলাম!!

.

প্রথমে চিরিয়াখানায়

ঢুকে অনেক কিছু

দেখালাম। এর পর

বোটানিক্যাল

গার্ডেনে।

ওখানে ঢুকে ছেলে মেয়েদের

অশ্লীলতা দেখেই

শিরিনের এসব

প্রশ্নের সম্মুখীন

হলাম!!

.

শিরিনকে শুধু বললাম!

এসব অশ্লীতার জন্য

এই রাষ্ট্র ব্যাবস্থাই

দায়ী।

.

১৪ বছরের

তুমি আমাকে বিয়ে করে যদি ঘুরো তা হবে বাল্যবিবাহ। আমি হবো মৌলবাদী!!

.

কিন্তু ওই

যে দেখো গাছের

চিপাতে মেয়েটার

অবস্থা ওদের বয়স

তো ১৪ ও

হবেনা কিভাবে নোংরামী করছে!

এটা তাদের কৈশোরের

চাহিদা। রাষ্ট্রের

কাছে ওরা মুক্তমনা চেতনাধারী!!!

.

শিরিন বোটানিক্যালে আর

এক মুহুর্তও থাকলোনা বেড়িয়ে বাসায়

চলে আসলাম।

.

শিরিন ফ্রেস

হয়ে একটা কথাই

বললো!

হে রাষ্ট্র জননী ১৮

কোটি সন্তানেরে রেখেছো অমানুষ করে সভ্য মানুষ

করোনি!

বিষয়: রাজনীতি

৮৮২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

307481
০৬ মার্চ ২০১৫ সকাল ১০:৪১
স্ব.ঘোষিত.নাস্তিক লিখেছেন : ওই যে কথায় আছেনা কৃষ্ণ করিলে লিলা খেলা আমরা করলে লুইচ্ছামী

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File