আন্দোলনের ছড়া
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০৩ মার্চ, ২০১৫, ০৯:৩৮:৪৯ রাত
মাথা ব্যথা যার
সে খোজে ডাক্তার|
কোর্ট কাচারিতে লাগে
উকিল মোক্তার|
পড়াশোনায় লাগে
ভালো মাস্টার|
পদ্মা ব্রিজে বানাতে
তাই চীনা কন্ট্রাকটার|
স্বৈরাচার বোঝেনা
গণতন্ত্রের চেতনা|
দেশ শাসনে দরকার
গণতান্ত্রিক সরকার|
পালাবদলে চাই
তত্ত্বাবধায়ক তাই|
দেশের পথে প্রান্তে-
গণতন্ত্র আনতে,
হটাতে স্বৈরাচার,
আন্দোলনই দরকার|
বিষয়: বিবিধ
৯৭৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন