আন্দোলনের ছড়া

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০৩ মার্চ, ২০১৫, ০৯:৩৮:৪৯ রাত

মাথা ব্যথা যার

সে খোজে ডাক্তার|

কোর্ট কাচারিতে লাগে

উকিল মোক্তার|

পড়াশোনায় লাগে

ভালো মাস্টার|

পদ্মা ব্রিজে বানাতে

তাই চীনা কন্ট্রাকটার|

স্বৈরাচার বোঝেনা

গণতন্ত্রের চেতনা|

দেশ শাসনে দরকার

গণতান্ত্রিক সরকার|

পালাবদলে চাই

তত্ত্বাবধায়ক তাই|

দেশের পথে প্রান্তে-

গণতন্ত্র আনতে,

হটাতে স্বৈরাচার,

আন্দোলনই দরকার|

বিষয়: বিবিধ

৯৭৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

307119
০৩ মার্চ ২০১৫ রাত ১০:০৭
অনেক পথ বাকি লিখেছেন : তত্ত্বাবধায়ক সরকার আর আসবেনারে ভাই। সেই আশা বাদ দিন।
০৩ মার্চ ২০১৫ রাত ১০:২৬
248445
কাব্যগাথা লিখেছেন : তত্ত্বাবধায়ক সরকারের দাবিটাই এসেছিল প্রয়োজনে|সেই প্রয়োজন ফুরিয়ে গেছে এটাতো এখনো মনে হচ্ছেনা| ক্ষমতার লোভে এই সরকার এতই অগণতান্ত্রিক, এতই স্বৈরাচারী হয়ে পরেছে যে দাবিটা জানাতেই হচ্ছে| এমন সময় যদি আসে আমাদের দেশে কখনো যে রাজনৈতিক দলগুলো ভোট চুরি না করে, ইলেকশন টেম্পারিং না করে সময়মত সুষ্ঠু ভাবে নির্বাচন করতে পারছে তখন আমিও আর লিখব না|এই দাবি আর জানাবো না| না লিখতে পারলেও খুশি থাকব এখনকার চেয়ে অনেক বেশি|ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য|
307123
০৩ মার্চ ২০১৫ রাত ১০:৩৯
অষ্টপ্রহর লিখেছেন : সহমত|
০৩ মার্চ ২০১৫ রাত ১০:৪৪
248451
কাব্যগাথা লিখেছেন : ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য|

307142
০৪ মার্চ ২০১৫ রাত ০২:৫৬
আব্দুল গাফফার লিখেছেন : লাইক Good Luck Rose Rose
307143
০৪ মার্চ ২০১৫ রাত ০৩:০০
কাব্যগাথা লিখেছেন : ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য|

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File