উল্টো পুরান
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০৯:২৭:৩৯ সকাল
কুড়ি থেকে গাছ হবে,
গাছ থেকে ফল |
ফুল সুবাস ছড়াবে,
দিয়ে সবটুকু সম্বল |
এইতো হয়, তাইতো হবে
কে দেখেছে উল্টো কবে?
নদী বয়ে যাবে,
পথ যাবে দূর |
বট ছায়া দেবে,
বাশি দেবে সুর|
এইতো হয়, তাইতো হবে
কে দেখেছে উল্টো কবে?
উল্টো পুরান গাওয়া,
এখন বাংলাদেশের হাওয়া |
দেখা যাবে না, শোনা যাবে না
বলা যাবেনা সত্যি
গণতন্ত্রের যাত্রা পথে তবেইনা
শীর্ষ যাত্রী |
গুম, খুন, ক্রস ফায়ার
এ গণতন্ত্রের উপহার |
এটাই কি হয়?
হয়েছে একবার, বারবার নয় |
প্রতিরোধ হবে-
শহর-বন্দরে,
মাঠে-প্রান্তরে,
উল্টো চলে কে জিতেছে কবে?
বিষয়: বিবিধ
৯৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন