সরকারকে বাঁচাতে নয় নিজেদের 'বিনিয়োগ' রক্ষা করতে হুক্কাহুয়া করছে ওরা ৫০০++
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আবদুর রহমান সিরাজী ১৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০৮:২৭:৫৩ সকাল
সদ্য নিয়োগ পাওয়া আইজি, কয়েকজন অতিরিক্ত আইজি, র্যাব ডিজি, কয়েকজন ডিআইজি রাজনৈতিক কায়দায় সন্ত্রাসীদের মত জনগনের প্রতি তর্জন-গর্জন করছেন। বিরোধী দলের আন্দোলন দমনে তারা বিরোধী দলের নেতা-কর্মীদের 'গুলি করব', 'গুষ্টি সহ শেষ করব', 'আগুনে পুড়িয়ে মারব' ইত্যাদি নোংরা শব্দ ব্যবহার করছে। অনেকেই হয়ত ভাবছেন তারা এসব আস্ফালন করছে সরকারকে রক্ষা করতে প্রকৃত পক্ষে তা নয়। ওরা এসব 'পদ-পদবী' নেওয়ার জন্য কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে। শহীদুল হকের আইজি হওয়ার কোন যোগ্যতাই ছিল না শুধুমাত্র টাকার জোড়ে আর লবিং করে আইজি হয়েছে। একই ভাবে বেনজির, মনিরুজ্জামানগং বিভিন্ন পদ পেতে কোটি কোটি টাকা খরচ করেছে। এখন যদি সরকার পতন হয় তাহলে ওরা পথে বসে যাবে। তাই এই অবৈধ সরকার ও তাদের অবৈধ নিয়োগ রক্ষার জন্য জনগনের অস্ত্র জনগনের বিরুদ্ধে ব্যবহার করছে।
ওরা ৫০০ জনই শেখ হাসিনার ভরসা:
২০০০ সালের শেষের দিকে শেখ হাসিনা প্রশাসনে প্রায় ১০০০ আওয়ামী ক্যাডার নিয়োগ প্রদান করেন। ২০০১ সালে ৪ দলীয় জোট সরকার ক্ষমতায় এসে তাদের সবাইকে বিদায় করে দেয়। এদের প্রায় ৫০০ জন দেশ-বিদেশে বিভিন্ন জায়গায় চলে যায় কিন্তু ২০০৮ এর নির্বাচনে শেখ হাসিনা জয়লাভ করে এবং তাদের ফিরিয়ে নিয়ে আসে। এরপর হাইকোর্টের মাধ্যমে তাদের ৫-৬টি পদোন্নতি সহ আবারও প্রশাসনে নিয়োগ প্রদান করেন। বহুল সমালোচিত পুলিশ অফিসার গাজীপুরের এসপি 'হারুনুর রশিদ' এদের একজন। শেখ হাসিনার অনুগত ও অত্যন্ত বিশ্বস্ত এই অফিসাররা বর্তমানে পুলিশর এসপি, অতিরিক্ত এসপি এবং প্রশাসনের ডিসি, এডিসি, টিএনও হিসাবে মাঠ প্রশাসনে কাজ করছে। তারাই মাঠ পর্যায়ে আন্দোলন দমন, জনগনকে গুলি করা সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে। এরা খুব ভাল করেই জানে হাসিনা ক্ষমতাচ্যুত হলে এদের 'ক্যারিয়ার' অন্ধকার। অনেককেই দেশ ছেড়ে পালাতে হবে, অনেককেই ওএসডি হয়ে থাকতে হবে আবার খুনের দায়ে অনেককেউ জেলের ভাত খেতে হবে। সেজন্যই তারা জীবন বাজি রেখে শেখ হাসিনার জন্য কাজ করে যাচ্ছে।
জনগনের যা করণীয়:
প্রশাসনে থাকা শেখ হাসিনার গুন্ডা বাহিনী জনগনকে গুলি করে হত্যা করছে, গুম করছে, পঙ্গু বানিয়ে দিচ্ছে। এখন আপনারাই মন্তব্য করুন ওদের, ওদের পরিবার, ওদের আত্বীয়-স্বজন, বাড়ী-ঘর কি করা উচিত?
বিষয়: বিবিধ
১৩৮০ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এদের আত্মীয় স্বজন খুজে খুজে যে তালিকা করছে ২০ দল এটাই এদেরকে ভড়কে দেবে । কারণ চাকরি সূত্রে এরা তো আর আপনজনদের কাছে থাকে না ।
হাজার হাজার নিরীহ লোক মেরে এদের মনে তেমন কোন ফিলিংস আসে নাই , বরং তা তাদের আরও বেপরোয়া করে দিয়েছে ।
এবার তাদের আপনজনদের ওপর হামলা আসলে বুঝবে মজা ।
এতদিন এরা যেমন বিরোধী দলের নেতা কর্মীদের দৌড়ের উপর রেখেছিল এখন তাদের আত্মীয় স্বজনরাই দৌড়ের উপর থাকবে।
কর্মস্থলে বসে এইসব বাহিনীর লোকেরা সবসময়ই টেনশনে থাকবে নিজেদের আপনজনদের নিয়ে যে টেনশনে তারা রাখছে বিরোধী দলের আপনজনদের ।
ম্যাক্সিমাম আইন শৃঙ্খলা বাহিনীর আপনজনেরা থাকে গ্রামে , মানে ঢাকার বাইরে ।
আইন শৃঙ্খলা বাহিনী ঢাকাতে যেভাবে শক্ত আসন গেড়ে রেখেছে বাইরে ততটা না ।
কারন এরা ব্যবসায়ি নয়। ডাকাত!
মন্তব্য করতে লগইন করুন