টাকা চাই, টাকা টাকা টাকা !
লিখেছেন লিখেছেন সত্যের সন্ধ্যানে ০৯ এপ্রিল, ২০১৫, ১১:০৯:০৯ রাত
টাকা নারী খুবই লোভনীয় বস্তু। যেটার লোভ সামলাতো খুবই কষ্টকর।আমরা অনেকে সরকারী /বেসরকারী চাকরি করি।সেখানে অনেক ভাবেই উপরি ইনকামের কিছু সোর্স থাকে। সেটা ১ টাকা হোক বা ১০০০০০ টাকা হোক হারাম তো হারাম ই ।
আমরা কত টুকু মানছি কোরআন হাদীস একবার ভেবে দেখেছেন কি?
প্রতিদিন মৃত্যুকে নিয়ে ভাববেন আর মনে করবেন এখন যদি আমি মারা যাই কি হবে হারাম উপায়ে কোটি কোটি টাকা ইনকাম করে ।
এই কোটি কোটি টাকা হারাম উপায়ে উপার্জন করলে শুধু আপনার (বউ, ছেলে ,মেয়ে ,শালা, সুমু্দ্দি,শ্বশুড়ি) অনেক খুশি হবে তবে আপনার বাবা/মা কখনই চাইবে না তার ছেলে হারাম উপার্জন করুক।
শেষ কথা আল্লাহ কাছে প্রার্থনা আল্লাহ যেন আমাদেরকে ইসলামের সুমহান ছালাতলে একত্রিত করে । কারন আপনার আমার আগমন একই স্থান থেকে।
বিষয়: বিবিধ
১৮৪৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
টাকার জন্য যেন আমরা আখেরাত বিক্রি না করি হে আল্লাহ আমাদের তৈফিক দিন, আমিন।
মন্তব্য করতে লগইন করুন