আত্মার খোরাক (১০)
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ০৯ এপ্রিল, ২০১৫, ১০:৫৩:০৫ রাত
চাকর-চাকরাণী বিষয়ে হাদীসঃ-
আপনার খাদেম-খাদেমার সাথে কিরুপ আচরণ করবেন জেনে নিন এই হাদীস সমূহ থেকে আর খাদেম-খাদেমার খেদমত নিয়েও নেকী অর্জন করুন অতি সহজে।
"হযরত আবু হুরায়রা (রাযিঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ তোমাদের চাকর-নকর বা দাস-দাসী প্রকুতপক্ষে তোমাদের ভাই। আল্লাহ তাদেরকে তোমাদের অধীনস্থ করেছেন। সুতরাং আল্লাহ যার ভাইকে তার অধীনস্থ করেছেন তারে উচিৎ সে যা খায় তাই তাকে খাওয়াবে এবং সে যা পরিধান করে তাই তাকে পরিধান করাবে আর তার উপরে ক্ষমতা বহির্ভূত কোন কাজ চাপাবে না। একান্ত যদি চাপানো হয়, তাহলে কাজটি সমাধা করার ব্যপারে সাহায্য করবে।"
(বুখারী, মুসলিম)
"হযরত আবু হুরায়রা (রাযিঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ যখন তোমাদের চাকর খানা তৈরি করে তোমাদের সামনে হাযির করবে, তখন তোমরা নিজের সাথে বসিয়ে খাওয়াবে। কেননা সে (রান্না ঘরের) ধোঁয়া ও তাপ সহ্য করেছে। আর যদি খানা কম হয়, তাহলে অন্ততঃ এক দুই লোকমা তার হাতে দিবে।"
(মুসলিম)
পরিশেষে ভেবে দেখুন আপনার খাদেম-খাদেমার সাথে কিরুপ আচরণ করবেন? আপনি কি আপনার জান্নাত নষ্ট করতে চান? আপনি কি চান আল্লাহর রাসূল (সঃ) আপনার উপর নারাজ হোক? নয়তো খাদেম-খাদেমার সাথে সুন্দর ও নম্র আচরণ করে আল্লাহ ও তার প্রিয় রাসূল (সঃ) কে খুশি করুন। আল্লাহ আমাদেরকে তোফিক দিন।
আমিন!
বিষয়: বিবিধ
১১২৫ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাসায় চাকুরিরত দের অধিকার সম্পর্কে আমরা খুবই অসচেতন।
আপনি ঠিক কথাই বলেছেন আমরা নিজেদের ব্যপারে সচেতন আর অপরের ব্যপারে অসচেতন! মহান আল্লাহ আমাদেরকে হাদীসের গুরুত্ব বুঝে আমল করার তৌফিক দিন! আর এই ছোট্ট ছোট্ট হাদীসের আমল করে প্রিয় নবী (সঃ) কে খুশি করার তৌফিক দিন! আমিন!
আপু আল্লাহ আপনাকে উত্তমজাজা দান করুন ।
বর্তমান সমাজে কিছু মানুষ আছে যারা টাকার কাছে মানুষকে তুচ্ছ করে তুলে.....!!!!
আল্লাহ আমাদের ক্ষমা করুন।
ভীষণ গুরুত্বপূর্ণ লিখাটির মাধ্যমে আবারো সকলকেই স্মরণ করে দিলেন। খুব ভালো লাগলো আপু। জাজাকাল্লাহু খাইর।
"আল্লাহ কিছু মানুষ কে কিছু মানুষের উপরে প্রধান্য দিয়েছেন এটা পরীক্ষা করতে-কারা এমন অবস্হায় উত্তম কর্ম করে?"
চাকর-মনিবের সম্পর্কটাও এই পরীক্ষার অন্তর্ভুক্ত! স্বীয় অবস্হান থেকে মনিব রা যেন সঠিক পথ ও রাস্তা খুজে নিতে পারে তা এইসব পবিত্র হাদিসে বর্ণিত হয়েছে!
মানবতা জাগানিয়া সুন্দর পোস্টের জন্যে জাযাকিল্লাহু খাইরান!!
আপনার দোয়ার সাথে আমিন ছুম্মা আমিন!
সুন্দর হাদিসগুলো শেয়ার করার জন্য জাযাকাল্লাহু খাইর!
মন্তব্য করতে লগইন করুন