স্বপ্নের প্রভাত।।সেলিম উদ্দিন

লিখেছেন লিখেছেন সেলিম উদ্দিন৭২১ ১০ এপ্রিল, ২০১৫, ১২:২৫:৪৭ রাত

শরাহত মৃগকে ফিরাবে কি করে

ভালবাসায় নাকি ঘৃণায়?

বাঁশির সুরকে ভুলবে কি করে

অবজ্ঞায় নাকি বধিরতায়?

যৌবনের গতিকে রুখবে বূঝি

বুলেট আর বুটের আঘাতে?

জলের দাগ নয়তো এটি

মুছে যাবে অল্পতে।

মৃত্যুর মিছিল বুলেট বূঝেনা

বেপরোয়া তার গতি,

চোখের পলকে হয়ে যাবে

অত্যাচারীর সদ্‌গতি।

প্রভাত রবি হাতছানি দেয়

শিশির ভেজা স্বপ্ন হাতে,

চাঁদের আলো পা ধুয়ে দেয়

তিমির মাড়ানো স্বপ্ন প্রভাতে।

বিষয়: বিবিধ

৬২৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File