মুসলিম কণের সাজসজ্জা কেমন হওয়া উচিত?
লিখেছেন লিখেছেন আশাবাদী যুবক ০৩ এপ্রিল, ২০১৫, ১২:১১:১২ রাত
আমাদের অনেক বোন পর্দার বিধান পালন করেন, অনেকে তা মানেননা ৷ কিন্তু পর্দানশীল অনেকেই আবার বিয়ের সময় পর্দারহুকুম লঙ্ঘন করে সাজসজ্জা করেন ৷ তা সে নিজে থেকে হোক বা পরিবার ও আত্নীয় স্বজনের কারণে হোক ৷
কিন্তু বিয়ের দিনটি কি হিসেবের বাহিরে? এইদিনটির জন্য কি আল্লাহর কাছে জবাব দিতে হবেনা?
তাই বোনদের কাছে অনুরোধ আল্লাহর দেয়া পর্দার বিধান মেনে চলুন সব বাধা উপেক্ষা করে, তা সে বিয়ের দিনই হোক বা অন্য দিন ৷
বিষয়: বিবিধ
১২০১ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে মুবারকবাদ ৷
মন্তব্য করতে লগইন করুন