মুসলিম কণের সাজসজ্জা কেমন হওয়া উচিত?

লিখেছেন লিখেছেন আশাবাদী যুবক ০৩ এপ্রিল, ২০১৫, ১২:১১:১২ রাত

আমাদের অনেক বোন পর্দার বিধান পালন করেন, অনেকে তা মানেননা ৷ কিন্তু পর্দানশীল অনেকেই আবার বিয়ের সময় পর্দারহুকুম লঙ্ঘন করে সাজসজ্জা করেন ৷ তা সে নিজে থেকে হোক বা পরিবার ও আত্নীয় স্বজনের কারণে হোক ৷

কিন্তু বিয়ের দিনটি কি হিসেবের বাহিরে? এইদিনটির জন্য কি আল্লাহর কাছে জবাব দিতে হবেনা?

তাই বোনদের কাছে অনুরোধ আল্লাহর দেয়া পর্দার বিধান মেনে চলুন সব বাধা উপেক্ষা করে, তা সে বিয়ের দিনই হোক বা অন্য দিন ৷

বিষয়: বিবিধ

১২০১ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

312557
০৩ এপ্রিল ২০১৫ রাত ১২:৩৩
আহমেদ ফিরোজ লিখেছেন : ফামাইয়াড়মাল মিসক্বলা জাররাতিন খইরইইয়রা, ওমাইয়াড়মাল মিসক্বলা জাররাতিন শাররাইইয়রা।
312558
০৩ এপ্রিল ২০১৫ রাত ১২:৩৩
আবু জান্নাত লিখেছেন : মাশা-আল্লাহ, অল্প কথায় চমৎমান লিখেছেন। জাযাকাল্লাহ খাইর।
312574
০৩ এপ্রিল ২০১৫ রাত ০১:১২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক ধন্যবাদ
312579
০৩ এপ্রিল ২০১৫ রাত ০১:২১
নূর আল আমিন লিখেছেন : মাশ আল্লাহ
312736
০৩ এপ্রিল ২০১৫ রাত ০৯:৩০
আশাবাদী যুবক লিখেছেন : সবাইকে ধন্যবাদ
312800
০৪ এপ্রিল ২০১৫ রাত ০২:১৩
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : শিরোনাম দেখে মনে করেছিলাম লেখাটিত আরো শিক্ষনীয় কিছু উপহার পাব, কিন্তু লেখা ভালো লাগলেও বড় কিছু পাইনি !!! আশা করি আগামীতে আরো বেশি শব্দের লেখা উপহার দিবেন। ধন্যবাদ।
০৫ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:৩৬
254074
আশাবাদী যুবক লিখেছেন : ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো তথ্যসমৃদ্ধ লেখার চেষ্টা করবো ৷ দোয়া রাখবেন ৷
আপনাকে মুবারকবাদ ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File