আসিফ মুহিউদ্দীনের নাস্তিকতা!!

লিখেছেন লিখেছেন দিগন্তের সূর্য ০২ এপ্রিল, ২০১৫, ১১:৫৭:২৮ রাত

আসিফ মুহিউদ্দীনের নাস্তিকতা!!

নাস্তিক্য দর্শন গ্রহণ করা না করা ব্যক্তির ব্যাপার। এটা চাপিয়ে দেওয়ার বিষয় নয়। কিন্তু ইনিংকালে বাংলাদেশী কিছু কথিত নাস্তিকদের আবির্ভাব হয়েছে যারা নাস্তিক্য দর্শনকে আস্তিকদের উপর চাপিয়ে দিতে আগ্রহী। এদের লক্ষ্যই হচ্ছে নাস্তিক্য দিবস্পতি হওয়া!

কথিত এই নাস্তিকরা দুনিয়ার সব অসংগতিকে বাদ দিয়ে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে কলম ও বাকচর্চায় ব্যস্ত। এমনকি যে বিষয়ে এদের কোন জ্ঞানই নাই সে বিষয়েও বিদগ্ধ পন্ডিত সাজতে এদের লজ্জা করে না।

যেমন ফেক নাস্তিককুল (আসল নাস্তিক নয়) শিরোমণি আসিফ মহিউদ্দীন তার এক স্টাটাসে লিখেছেন "কোরআন রচনার সময় মুহাম্মদের নিম্নমানের পদ্য সুরা নাস পড়লেই বোঝা যায়, মুহাম্মদের কাব্য প্রতিভা খুব একটা উন্নতমানের কিছু ছিল না।"

চিন্তা করাা যায়, আরবী ব্যকরণ সম্পর্কে যার কোন জ্ঞানই নাই সে কোরআনের সূরা 'নাস' নিয়ে প্রশ্ন তুলে!? কেন এই ভন্ডামী? নিজেকে সবজান্তা প্রমাণ করতে গিয়ে কেন নাস্তিক্য দর্শনকে ঘৃণিত করার অপচেষ্টা?

আমার মনে হয়, এই সব সার্টিফিকেটধারী অশিক্ষিত নাস্তিকদের বাংলাদেশের রাস্তায় গণপিটুনি দেওয়া উচিত। পৃথিবীতে অনেক বিখ্যাত নাস্তিক ছিলেন যারা অপরের মতামতকে শ্রদ্ধা করতেন, তারা ধর্ম নিয়ে চর্চা করেছেন কিন্তু অনধিকার চর্চা করেন নি। তারা ধর্মের সমালোচনা করেছেন কিন্তু যৌক্তিকতাকে বিসর্জন দেন নি। কিন্তু আসিফ মহিউদ্দীনের মত নাস্তিকরা নাস্তিক্য দর্শনের চর্চা ব্যতিতই নাস্তিকবাদীতার অভিনয় করে চলেছে মাত্র। এরা গণপিটুনির যোগ্য। এদেরকে গণপিটুনি দেওয়া আইন বর্হিভূত হবে না। কারণ, বাংলাদেশের সংবিধান গণমতের প্রতিফলন।

বিষয়: বিবিধ

১৩০৭ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

312573
০৩ এপ্রিল ২০১৫ রাত ০১:১২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এদের মত কুত্তাদের পরিনাম খারাপ হতে যাচ্ছে ,,যদি ও আমরা হত্যার পক্ষে নয়। হত্যা করে নয় ওদের বিতারিত করতে হবে ব্লগ পারে বেশি বেশি পোস্টার মাধ্যমে ,,
ধন্যবাদ ভাইয়া
312580
০৩ এপ্রিল ২০১৫ রাত ০১:২২
নূর আল আমিন লিখেছেন : মগাচিপ জারজের বাচ্চার পরিনতি হনুমান অজাতদের মতো হওয়া উচিত
312806
০৪ এপ্রিল ২০১৫ রাত ০২:২৪
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আমরা নাস্তিকদেরকে মন ভরে ঘৃনা করি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File