আইসিসি উপর থেকে ভারতীয় ভূত নামানোর উপায়

লিখেছেন লিখেছেন আশাবাদী যুবক ২৬ মার্চ, ২০১৫, ১১:৩৬:৫৮ রাত

আইসিসি তে ভারতের প্রভাব দিন দিন নগ্নভাবে প্রকাশ পাচ্ছে ৷ অর্থনৈতিক দিক দিয়ে ভারতের উপর অনেক বেশী নির্ভরশীল ৷ আর এই সুযোগকে কাজে লাগিয়ে ভারত আইসিসি থেকে অনেক অনৈতিক সুযোগ সুবিধা, করছে ধরাকে সরা ৷ এর থেকে পরিত্রানের উপায় কি???

১) অনেক দেশ এই অনৈতিক কর্মকান্ডের বিরোধী, কিন্তু মুখ খুলে কিছু বলতে পারছেনা ৷ তাদের একত্রিত করে নতুন ক্রিকেট সংস্থা গঠন করা যেতে পারে ৷

২) সহযোগী দেশগুলোকে তাদের ক্রিকেটের উন্নয়নে বিশেষ সুযোগ সুবিধা প্রদাণের মাধ্যমে তাদেরকে সাথে নিয়ে চলা ৷

৩) চীন তাদের ক্রিকেটের উন্নয়নের জন্য অনেক কাজ করছে ৷ জনসংখ্যা ও আর্থিকভাবে চীন ভারতের চেয়ে কোন অংশে কম নয় ৷ তাই চীনকে সাথে নিয়ে চলা ৷

৪) এগুলো সময় সাপেক্ষ তাই বর্তমানে সমস্যা সমাধানে সবদেশকে সোচ্চার হতে হবে ৷

৫) বর্তমানে আইসিসির নিয়ম অনুযায়ী দুই দেশ রাজী থাকলেই যেকোন সময় তারা দুদেশীয় সিরিজ আয়োজন করতে পারে, এতে আইসিসির অনুমতির প্রয়োজন নেই ৷ এই সুযোগকে কাজে লাগিয়ে ভারত বিরোধী দেশগুলো নিজেদের মধ্যে বেশী বেশী সিরিজ আয়োজন করে নিজেদের ক্রিকেটের উন্নতি করতে পারে ভারতকে বর্জন করেই ৷

তবে আর যাই হোক ভারতের এই নগ্ন আধিপত্য চলতে থাকলে ভারত ও তাদের সহযোগীদের বিহীন নতুন ক্রিকেট সংস্থা প্রতিষ্ঠা সময়ের দাবীতে রুপ নেবে ৷

বিষয়: আন্তর্জাতিক

১৩১০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

311265
২৬ মার্চ ২০১৫ রাত ১১:৩৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : একমত।
কিন্তু আমাদের মেরুদন্ডহীন ক্রিকেট বোর্ড এই সাহস পাবেনা।
২৬ মার্চ ২০১৫ রাত ১১:৪৭
252353
আশাবাদী যুবক লিখেছেন : গোপনে তৎপরতা চালাতে হবে ৷ অন্যদেশ যদি এগিয়ে আসে তবে আমাদের বোর্ডও সাহস পাবে ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File