খেলার জন্যে আজ মিষ্টি পাওয়া যাচ্ছে না। কোনো দিন শুনছেন ইসলামের জন্যে জীবন দিতে যারা প্রস্তত তাদের জন্যে মিষ্টি বিতরণ করতে....
লিখেছেন লিখেছেন আবু বক্কর ২৬ মার্চ, ২০১৫, ১১:২৯:৪৪ রাত
খেলা আমাদের কী দিবে শুধু আনন্দ। কিন্তু ইসলাম আমাদের দেখিয়ে দিবে সুন্দর সুষ্ট জীবন যাপন করার রাস্তা|কিন্তু এখন অনেকে ভাববে ইসলামের জন্যে বা জামায়াত শিবির করার জন্যে কারাগার বা কয়-একটি মামলার আসামি হওয়ার কোনো দরকার আছে? হ্যা,আছে যদি ইহকাল ও পরকালে সুখে শান্তিতে থাকতে চাও তাইলে ইসলামের সব কূটি মেনে চলতে হবে। যার কারনে তোমার প্রানটি পর্যন্ত আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে হবে। কিন্তু আজ কাল খেলায় জিতলে মিষ্টি খাওয়াই আবার হারলে ও খাওয়াই। টাকা গুলো মনে করবে তুমি পেলে দিচ্ছ কোনো লাভ হচ্ছে না টাকা গুলো যদি গরিব মিসকিন কে দিতে তাহলে ওরা মিষ্টির চেয়ে আরো ভাল কিছু টাকা গুলো দিয়ে পেত |মনে রাখবে এর জন্যে তোমরা আল্লাহর কাছে জবাব দিতে হবে....
বিষয়: বিবিধ
১০৯২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন