আমরা লেখাপড়া কী জন্যে করি...???

লিখেছেন লিখেছেন আবু বক্কর ০২ জুন, ২০১৫, ১২:২৯:২৬ দুপুর

আমি বড় হয়ে লেখাপড়া করে টাকা উপার্জন করব।

ডাক্তার হব মাস্টার হব মাইনে ভাল আসবে।

কিন্তু না আমি এইটা ভেবে পড়ালেখা করিনা।

আমি লেখাপড়া করি এই জন্যে যে

মা-বাবার মুখ উজ্জল করার জন্যে।

আমি লোকের সাথে ভাল আচরণ করার জন্যে......

আমি লেখাপড়া করি উচ্চ শিক্ষাই শিক্ষিত হবার জন্যে।

টাকা উপার্জন করার জন্যে আমি লেখাপড়া করি না....

বিষয়: বিবিধ

১২৯১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

324079
০২ জুন ২০১৫ দুপুর ১২:৪৬
এ,এস,ওসমান লিখেছেন : সবাই ই বলে মানুষের মত মানুষ হওয়ার জন্য লেখাপড়া করছি। আর পরে দেখায় তার মর্ধ্যে বেশীর ভাগ মানুষ শিক্ষিত হওয়ার পরও অমানুষ হয়
324107
০২ জুন ২০১৫ দুপুর ০২:৪২
হতভাগা লিখেছেন : লেখাপড়া শেষে টাকা উপার্জনের উপায় না পেলে আপনার বাবা মায়ের মুখ কাল হয়ে যাবে ।
324121
০২ জুন ২০১৫ বিকাল ০৪:১২
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : শিক্ষাটাই যেখানে পশ্চিমা বস্তুবাদি শিক্ষা সেখানে নীতিকথা বেমানান। সেকুলার শিক্ষা আমাদের নিজেকে আরো অর্থনৈতিক ভাবে যোগ্য হতে বলে কারণ অর্থনীতিতে সেই টিকে থাকবে যে অধিক যোগ্য অর্থাৎ survival of the fittest। আর লেখাপড়া করে আমি ভাল মানুষ হব এটা আসলে সেকুলার শিক্ষাব্যাবস্হার শিক্ষা না বরং এটা আমরা ধর্ম, বাবা-মা, মূল্যবোধ থেকে পেয়েছি। শিক্ষায় আমরা সেকুলার কিন্তু ধর্মে এখনো মুসলিম সমস্যা এই জায়গাটাতে। তাই সেকুলারিজম ও ধর্ম মিলে আমরা একটা মিশ্র পরিবেশে আছি সেজন্যই মুখে বলছি নীতির কথা কিন্তু বাস্তবে হচ্ছি উল্টা। এটাই বাস্তবতা।
324234
০২ জুন ২০১৫ রাত ১০:৫৩
আবু বক্কর লিখেছেন : Sei ta o kotha kintu taka uparjon to ekjon din mojur O dine 500 tk income kore....

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File