বিরোধীজোটের আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে মানবতাবিরোধী(!) অপরাধ মামলার রায়
লিখেছেন লিখেছেন আশাবাদী যুবক ১৮ ফেব্রুয়ারি, ২০১৫, ০৮:২৮:১২ রাত
বর্তমানে চলমান বিরোধীজোটের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ ও ভিন্নখাতে প্রবাহিত করতে সরকারের গণ গ্রেফতার, হামলা, মামলা, নির্যাতন, ক্রসফায়ার(!) সহ সকল পদক্ষেপ যেমন ব্যর্থ হয়েছে তেমনি পাশাপাশি দেশ বিদেশে বৃদ্ধি পেয়েছে সংলাপের দাবি ৷ জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপিয় ইউনিয়ন সহ সব শক্তিধর বিদেশী রাষ্ট্র সরকারকে সংলাপে বসার আহবান জানিয়ে আসছে ৷ দিন দিন এই চাপ বৃদ্ধি পাচ্ছে ৷ তাই সরকার এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ ও ভিন্নখাতে প্রবাহিত করতে সামনে নিয়ে আসতে চাচ্ছে মানবতাবিরোধী(!) অপরাধ মামলার রায় ও জামায়াত নিষিদ্ধ করার প্রক্রিয়া ৷ এতে কর সরকার মনে করছে জামায়াত আলাদা কর্মসূচি ঘোষনা করবে ৷ তখন বর্তমান আন্দোলনকে সরকার দেশবিদেশে প্রশ্নবিদ্ধ করে সংলাপের বিষয়টি পাশ কাটানোর চেষ্টা করবে ৷
জানিনা সরকারের এই ফর্মুলা ধোপে টিকবে কিনা ৷ তবে জনদাবীকে উপেক্ষা করে এইসব ছলচাতুরি শুধু মুমূর্ষু রোগীর মৃত্যু যন্ত্রণা বৃদ্ধিই করবে বৈ কমাবে না ৷
বিষয়: রাজনীতি
৭১৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন