রক্তে কেনা বাংলা ভাষা
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ১৮ ফেব্রুয়ারি, ২০১৫, ০৭:৩১:৩৪ সন্ধ্যা
সচিত্র শিশুকিশোর মাসিক ‘ফুলকুঁড়ি’র ফেব্রুয়ারি ২০১৫ সংখ্যায় আমার একটি কবিতা! ধন্যবাদ ফুলকুঁড়ি পরিবারকে।
মাতৃভাষা বাংলা আমার
রক্ত দিয়েই কেনা,
স্বপ্ন-আশা-ভাবের ভাষা
জন্ম থেকেই চেনা।
এই ভাষাতে হাজার কবি
কাব্য লিখে রোজ,
বাংলা ছাড়া এমন ভাষার
কোথায় পাবে খোঁজ?
এই ভাষাতে মাঝিরা গায়
ভাটির সূরে গান,
হাজার গানের মধুর সূরে
যায় ভরে যায় প্রাণ।
লক্ষ-কোটি প্রাণের ভাষা
ভাইয়ের রক্তে কেনা,
হৃদয় দিলেও শোধ হবে না
শহিদ ভাইয়ের দেনা।
১৮.০১.২০১৫
আলমগীর মুহাম্মদ সিরাজ
আনোয়ারা, চট্টগ্রাম।
বিষয়: সাহিত্য
১১৬২ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অভিনন্দন আপনাকে। কবিতাটা ভালো লেগেছে....।
মন্তব্য করতে লগইন করুন