দেশের অর্থনীতি পঙ্গু হোকঃ আওয়ামীলীগের চাওয়া!
লিখেছেন লিখেছেন আশাবাদী যুবক ১৭ ফেব্রুয়ারি, ২০১৫, ০৪:১৯:৪৬ বিকাল
বর্তমানে বাংলাদেশ একটি চরম রাজনৈতিক সংকটের মধ্যে নিমজ্জিত ৷ বিরোধীজোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের সাথে চলছে হরতালও ৷ গত একমাসে ব্যবসায়ী সংগঠনের হিসাব অনুযায়ী ক্ষতি হয়েছে ৭৫ হাজার কোটি টাকা ৷ যা দেশের এক বছরের বাজেটের অর্ধেক ৷ দিন দিন এর পরিমান বৃদ্ধি পাচ্ছে ৷ বিদেশি ক্রেতারা বাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ৷ গার্মেন্টস্ শিল্প, পর্যটন শিল্প, রপ্তানিযোগ্য হিমায়িত খাদ্য শিল্পসহ অন্যান্য অনেক রপ্তানি শিল্প হুমকির মুখে ৷ এভাবে চলতে থাকলে অল্প কয়েক মাসে যে ক্ষতি হবে তা কয়েক বছরের বাজেটকে অতিক্রম করবে ৷
এহেন পরিস্থিতিতেও সরকারীদলের আলোচনার উদ্যোগ গ্রহণ করার কোন লক্ষন দেখা যাচ্ছেনা ৷ তাহলে কি চায় আওয়ামীলীগ???
আমার মতের সাথে অনেকে হয়ত একমত হতে পারবেননা, তা আমি জানি ৷ কিন্তু আমার রাজনৈতিক পরিস্থিতির বিশ্লেষণ থেকে আমি বলতে পারি আওয়ামীলীগ ৩টি লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে ৷ নিম্নে তা দেওযা হলঃ
১) বর্তমান রাজনৈতিক সমস্যাকে আইনশৃঙ্খলা জনিত সমস্যা বলে চালিয়ে তা দমনে চেষ্টা করা ৷ এতে যদি বিরোধীজোটকে দমন করা যায় তো ভালো, রাস্তা পরিষ্কার ৷ না হয় সময় ক্ষেপণ করা যাবে ৷ দেশের অর্থনীতি ক্ষতি হবে ৷
২) দেশের অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি সাধারণ মানুষের জানমালের ক্ষতি হবে ৷ আর দলকানা মিডিয়ার মাধ্যমে এর দায়ভার বিরোধীজোটের উপর বর্তাতে পারলে আগামী নির্বাচনে বিরোধীজোটের জনসমর্থন কিছুটা কমবে ৷
৩) বিরোধীজোটের আন্দোলন ও বিদেশি চাপের কারণে যদি আলোচনায় বসতেই হয় এবং নির্বাচন দিতেই হয় তাহলে কিছুটা সময়ক্ষেপণ করার মাধ্যমে দেশের অর্থনৈতিক অবস্থা এমন পর্যায়ে নিয়ে যাওয়া যে, যদি নির্বাচনে বিরোধীজোট জিতে যায় তাহলে তারা যেন দেশের অর্থনীতির পূর্ণগঠনে মনযোগী হয় ৷ আওয়ামীলীগকে নিয়ে মাথা না ঘামায় ৷
বিশেষ করে শেখ হাসিনা ও বর্তমান মন্ত্রী পরিষদের মন্ত্রীদেরকে যেন বিডিআর বিদ্রোহের মামলা, ৫ই মে হেফাজতের ঘটনার মামলা, ২৮শে ফেব্রুয়ারীতে সাইদীর রায়কে কেন্দ্র করে প্রায় ২০০ মানুষকে হত্যার মামলা, ২৮শে অক্টোবরে পল্টনের ঘটনার মামলা সহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যা ও দূর্নীতির মামলা দিয়ে যেন বিচার করতে না পারে ৷ আর বিচারের উদ্যোগ নিলে আন্দোলন করে সরকার পতনের হুমকি দেয়া যায় সেই পরিস্থিতি সৃষ্টি করা ৷
মূলত এই স্ট্র্যাটেজি নিয়েই আওয়ামীলীগ এগিয়ে যাচ্ছে ৷ জানিনা দেশের কি হবে ৷ তবে একজন রাজনৈতিক সচেতন নাগরিক হিসেবে আমি চাই দ্রুত আলোচনার মাধ্যমে এই সংকট নিরসন হোক ৷
বিষয়: বিবিধ
৮৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন