সাবমেরিন কেবলের বিকল্প ব্যবস্থায়ও যুক্ত হল বাংলাদেশ
লিখেছেন লিখেছেন মশা০০৭ ১৭ ফেব্রুয়ারি, ২০১৫, ০৩:৪৫:২০ দুপুর
টেরেস্ট্রিয়াল কেবলের মাধ্যমে প্রথমবারের মতো আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যবস্থার সঙ্গে যুক্ত হল বাংলাদেশ। টেরেস্ট্রিয়াল অপটিক্যাল ফাইবার লাইনের মাধ্যমে পাশের দেশ ভারতের টেলিযোগাযোগ কোম্পানির (টাটা ও এয়ারটেল) সঙ্গে সংযুক্ত হয়ে বিকল্প ব্যবস্থায় বাংলাদেশকে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হল। আন্তর্জাতিক টেলিযোগাযোগের ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশ একটিমাত্র সাবমেরিন কেবলের ওপর নির্ভরশীল, যার সঙ্গে সংযোগ প্রায়ই বিচ্ছিন্ন হয়ে যায়। এর ফলে টেলিযোগাযোগসহ ঐ কেবলনির্ভর অন্যান্য তথ্য-প্রযুক্তি খাত ক্ষতির মুখে পড়ে। এখন বিকল্প হিসেবে আন্তর্জাতিক টেলিযোগাযোগ নেটওয়ার্কের সঙ্গে নভোকম সংযোগ স্থাপন করায় সাবমেরিন কেবল সংযোগে সমস্যা হলেও টেলিযোগাযোগে সমস্যা আগের মতো হবে না। আইসিটি কাজ শুরুর মাধ্যমে ভবিষ্যতে ইন্টারনেট আরো সহজলভ্য হবে এবং গ্রাহকরাও সুবিধা পাবে। বর্তমান সাবমেরিন কেবলের চেয়ে টেরিস্ট্রিয়াল কেবল তুলনামূলক সাশ্রয়ী। এর মাধ্যমে নেপাল, ভুটান, পাকিস্তান ও চীনের সঙ্গে সাবমেরিন কেবল ছাড়াই সরাসরি সংযোগ স্থাপন করা যাবে।
বিষয়: বিবিধ
৭৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন