মালালা ইউসুফজাই ও অমিরখান এক মঞ্চে
লিখেছেন লিখেছেন নাজমুল আহসান ১৮ জানুয়ারি, ২০১৫, ১০:৪৮:১২ রাত
‘অ্যাকশান /১৫’ নামে মালালা ইউসুফ জাই নতুন এক ক্যাম্পেইন শুরু করেছেন । ১০ ডিসেম্বর নোবেল পুরুস্কারের মঞ্চ থেকে তিনি এই পরিকল্পনার কথা ঘোষণা করেন । মালালার এই ডাকে সাড়া দিলেন জনপ্রিয় অভিনেতা আমিরখানসহ বলিউডের বেশ কিছু তারকা । মালালা এই ক্যাম্পেইনে পরিবেশ রক্ষা দারিদ্র্য দূরিকরণ অসাম্যও আন্তর্জাতিক সব সমস্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। খবর এনডিটিভি মুভিজের ।
আন্তার্জাতিক এই ক্যাম্পেইনের প্রচারে স্যোশাল মিডিয়ায় শুরু করা হয়েছে বিশেষ সংবাদ । মালালার এই ডাকে সবার আগে সাড়া দিয়েছেন আমির খান । এ ছাড়া যোগ দিয়েছেন অক্ষয় কুমার,সোনম কাপুর, মালাইকা আরোরা খানসহ অনেকে । একটি খোলা চিঠি লিখে আমিরখান একধাপ এগিয়ে রয়েছেন । চিঠিতে ঠিক এই বিষয়গুলোই আলোকপাত করেছেন তিনি । জোর দিয়েছেন দেশীয় বিষয়ব¯‘র উপর । বলিউড শিল্পী ছাড়া নানা জগতের বিশিষ্ট জনেরা ও সামিল হয়েছেন মালালার আহ্বানে ।
সকলে এক মঞ্চে এসে দাঁড়ালে শিগগি%E
বিষয়: আন্তর্জাতিক
১১০৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন