নবীকে গালাগালঃ তাই গর্ব নয় রীতিমতো লজ্জাবোধ করি!!

লিখেছেন লিখেছেন শাহ আলম বাদশা ১৮ জানুয়ারি, ২০১৫, ০৯:৫২:৩০ রাত

ফেসবুক বন্ধুদের মনোযোগ আকর্ষণ করছি, সামাজিক সাইট হিসেবে আমিও এর সদস্য হিসেবে এখন আর গর্ব নয় রীতিমতো লজ্জাবোধ করি। হোমপেজ আর নিউজফিডে নুড ছবি, ভিডিও আর সেক্সুয়াল নোংরা কন্টেনের জন্য আমি পরিবারের সামনে আর ফেসবুক পাতা ওপেন করতে পারিনে ইদানীং। ফালতু জিনিসের টেগিংয়েও চরম বিরক্ত।

কেনো ফেসবুক কর্তৃপক্ষ নুড ছবি, ভিডিও আর সেক্সুয়াল নোংরা কন্টেনের বিরুদ্ধে কঠোর ফিল্টারিঙয়ের পদক্ষেপ নিয়ে এই জানোয়ারদের নোংরা মানসিকতায় লাত্থি মারেনা, আমি বুঝিনা। এ কেমন সামাজিক সাইট যা-পরিবার নিয়ে দেখাই যায়না, লজ্জায় পড়তে হয়??

আরেকটি বিষয় দেখুন, এখানে বাংলাদেশবিরোধী অনেক পাতা ছাড়াও আল্লাহ-রসুল ও ইসলামের বিরুদ্ধে জঘন্য এবং নোংরাভাষায় কন্টেন্ট লেখা হয়? অথচ ফেসবুকের ঘুম ভাংগেনা। এসব বিষয় মুসলিমদের চরমভাবে ক্ষিপ্ত করে এবং কিছু লোককে চরমপন্থি হতেও উৎসাহিত করে। বাক আর মতের স্বাধীনতার নামে অথযা কোটিকোটি মুসলিমকে ক্ষেপিয়ে তোলা এবং বিশ্বে অশান্তিসৃষ্টিই এর লক্ষ্য বলেই আমার মনে হয়। ফেসবুকও এর দায় এড়াতে পারেনা-কারণ তারা যদি ফিল্টারিং এর অপশন রাখতো যাতে ধর্মবিরোধী পাতা খোলা বা কন্টেন্ট প্রকাশ সম্ভব না হয়, তাহলে কি এসব নোংরামী থাকতো ফেসবুকে??

কিছু পাতার বিরুদ্ধে আমি বারংবার রিপোর্ট করায় যদিও তারা তা ডিলিট করেছে কিন্তু এটা কি সহজপন্থা হতে পারে! আর কয়জনই বা রিপোরটিং সিস্টেমটি জানে এবং এ নিয়ে সময় নষ্ট করে আমার মতো? এমন ফালতু সিস্টেম বাদ দেয়া উচিত। কিন্তু একটি জঘন্য পাতা তারা রিমুভ করতে পারছে না বলে বারবার আমাকে জানাচ্ছে-এটাও কি স্বাভাবিক?

দয়া করে ছবিতে দেখুন সেই পাতার নমুনা এবং এবং নবীকে গালাগাল করার পক্ষে ফেসবুকের খোঁড়া অজুহাত!!! [ফন্ট বড় করে দেখুন, কী জঘন্য]





তাই আমি সবাইকে আহবান জানাই যতদিন এসব নোংরামীর বিরুদ্ধে ফেবু ফিল্টারিং চালু না করে ততদিন আপনারা আমাদের প্রিয় দেশ, সংবিধান, ধর্মের বিরুদ্ধে রচিত পেজ ও কন্টেন্টসহ নুড ছবি/ভিডিও ও কন্টেন্টের বিরুদ্ধে আমার মতো রিপোর্ট করতে থাকুন যাতে ফেসবুক আবার সামাজিক সাইটে পরিণত হয়।

এর আগে ইংরেজিতে দেয়া আমার আরেকটি পোস্ট দেখুন-

As a Social media, I opened an account of Facebook. Regularly I do not use and open it. But now and then I am unbound surprised when I watch nude picture/video and sexual contents on homepage suddenly in front of my family.Then I am fully ashamed, embarrassed and wordless.

So I think, Facebook is not a social media now indeed but it is a Media for nudity, field of illegal love-marriage and breaking family unity etc.

So if authority of FB do not control nude picture/video and sexual contents, soon it must be hateful Media. I also think to delete my account as it doesn’t use socially.

বিষয়: বিবিধ

১২৮৮ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

300699
১৮ জানুয়ারি ২০১৫ রাত ১১:০৭
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : ভালো পরামর্শ ধন্যবাদ। আসলে এত যে কোনটা রেখে কোনটা করবো
১৯ জানুয়ারি ২০১৫ রাত ০৯:৩৮
243354
শাহ আলম বাদশা লিখেছেন : আমি যা পাচ্ছি, ব্লগ বা রিপোর্ট করছি, কাজও হচ্ছে
300703
১৮ জানুয়ারি ২০১৫ রাত ১১:২৮
মোতাহারুল ইসলাম লিখেছেন : প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু দুঃখের বিষয়, আমাদের এই ব্লগেও কিছু ইবলিসের সন্তান আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম কে নিয়ে অব্যাহত কটুক্তি করে যাচ্ছে, কিন্তু আমাদের মডু দের এদের ব্যান করার ব্যাপারে নিদ্রা-ভংগ হচ্ছেনা।

" রসুলের অপমানে কাঁদেনা যার মন,
মুমিন নয়, মুশরিক সে
রসুলের দুশমন"

- কাজী নজরুল ইসলাম
১৯ জানুয়ারি ২০১৫ রাত ০৯:৩৮
243355
শাহ আলম বাদশা লিখেছেন : ব্লক করেন-ঝাটা মারেন কিন্তু গাল নয়
300705
১৮ জানুয়ারি ২০১৫ রাত ১১:৪৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ফেসবুক পাশ্চাত্য মুল্যবোধে পরিচালিত তাই এর থেকে সব কিছু উচ্ছেদ হওয়ার আশা করা সম্ভব নয়। কিন্তু আমাদের উচিত এই সব পেজ এর বিরুদ্ধে নিজস্ব পন্থায় ব্যবস্থা নেওয়া।
১৯ জানুয়ারি ২০১৫ সকাল ১০:৩০
243316
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই নতুন পাগল এর কমেন্ট টা মুছে দিন ভাই।
১৯ জানুয়ারি ২০১৫ রাত ০৯:৩৯
243356
শাহ আলম বাদশা লিখেছেন : আমি সফল হয়েছি-ফেসবুক এসব পেজ আমার অভিযোগে মুছে দিয়েছে
300778
১৯ জানুয়ারি ২০১৫ সকাল ১১:২৮
কাহাফ লিখেছেন :
নর্দমার কীট কিছু কুলাংগারদের কারণে সামাজিক এই সব সাইটগুলো কলোষিত হচ্ছে দিন দিন!
সবার আন্তরিক প্রচেষ্টার 'ঝাড়ু মারা' পদক্ষেপ ঐসব নাপাকদের উপর সব সময় প্রয়োগ করতেই হবে!!
১৯ জানুয়ারি ২০১৫ রাত ০৯:৩৯
243357
শাহ আলম বাদশা লিখেছেন : এগিয়ে আসুন আমার পন্থায়-কাজতো হয় দেখি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File