গণতন্ত্র রক্ষার এ মুক্তি-যুদ্ধ চলছেই, চলবে!

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ১৮ জানুয়ারি, ২০১৫, ১১:৫৮:০০ রাত

ট্যাংগো ডাউন!

আমার দেশে, দিগন্ত টিভি , ইসলামিক টিভি, একুশে টিভি, ফেসবুকের বিভিন্ন পেইজ ব্লক করার পর গণতন্ত্রের মেথর গুলু এবার বন্ধ করলো ভাইবার এবং ট্যংগো। এর জের স্বরুপ বিশ্ববিখ্যাত হ্যাকার গ্রুপ এ্যনোনিমাস বি টি আর সি কে হ্যাক করেছে।

গণতন্ত্র রক্ষার এ যুদ্ধ এখন বাংলাদেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গণে ছড়িয়ে পড়েছে। লন্ডন থেকে নিউইয়র্ক সবখানেই বাকশালীদের কাপড়ে-চোপড়ে অবস্হা! গণতন্ত্র রক্ষার এ মুক্তি-যুদ্ধ বিজয় অর্জন না হওয়া পর্যন্ত চলবেই!

বিষয়: বিবিধ

৯৫৩ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

300721
১৯ জানুয়ারি ২০১৫ রাত ১২:১৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বেশি দেরি নাই যে জনসংখ্যা নিয়ন্ত্রনে বিয়ে এবং বিয়ে বহির্ভুত সম্পর্ক নিষিদ্ধ হবে!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File