যে কথা কেউ বলেনি
লিখেছেন লিখেছেন অবাক মুসাফীর ২৮ ডিসেম্বর, ২০১৪, ১০:৫৬:৩১ রাত
কথাগুলো কেউ বলেনি,
এসেছে বহুদূর থেকে, দুলে দুলে, নীরবে, নিঃশব্দে ...
মধ্যরাতের আততায়ীর মত
আমার বুকে খঞ্জর চালিয়ে
ইচ্ছেপ্রদীপের করেছে সর্বনাশ।
নিঃশব্দে জোনাকীর আগুন জ্বেলে
আবার মিশে গেছে অজানায়।
উদ্দাম স্রোতের সাথে ভেসে এসে
ভেঙ্গেছে তন্দ্রালু ভাব
সপ্নীল চিলেকোঠায় অমাশা ঘনায়।
অস্পষ্ট নীলিমার অস্ফুট চাহনিতে,
নির্বাক আমি অব্যক্ত ভাষায় বলে যাবো
মুছে যাওয়া কিছু শেষ রাতের গল্প।
বুদ হয়ে থাকা আত্মার আর্তনাদে
টানতে হবে ভুল বানানে উপসংহার,
'একলা আকাশের ওপাশটা বড় অন্ধকার।'
বিষয়: বিবিধ
১৩১৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এনি টিপস ?
অসাম কবিতা
মন্তব্য করতে লগইন করুন