বই রিভিউ—নদে

লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ২৮ ডিসেম্বর, ২০১৪, ১০:৪০:৩১ রাত



বইঃনদে

লেখকঃসেতিল বিয়োর্নস্ত




উপন্যাসটা নরয়াজিয়ান লেখক সেতিল বিয়োর্নস্ত ।যেখানে এসেছে বাংলাদেশের কথা। আর ঘটনা মিঠু বড়ুয়া নামের এক বাংলাদেশি যুদ্ধ শিশুর।

শৈশবে মিঠু পরিবার প্রাকৃতিক দুর্যোগে চট্টগ্রামে টিকতে না পেরে ঢাকায় আসে।বাবা জিয়া( শাহজালাল) এয়ারপোটের পোটার। বড়বোন অনামিকা ডাক্তার হবার স্বপ্ন দেখে। এমন সময় বাবাকে হত্যা করে স্মাগলাররা। আর বোন এক প্রতিবাদি মিছিল হতে হারিয়ে যায়। বাবা ও বোনকে হারিয়ে আবার চট্টগ্রামে ফিরে আসে বালক মিঠু। ঠায় হয় রাস্তার টোকায়দের সঙ্গে। ডাসবিনের পরিতাক্ত খাবার খুধাত্ত কুকুরদের সঙ্গে ভাগ করে জীবন চলে তার।

এমন সময় স্বাধীনতা যুদ্ধে গেরিলা বাহিনির সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে মিঠু বান্দরবন রণাঙ্গনে। যুদ্ধের নির্মমতা, হতাহতের ভিতর হতে তাকে উদ্ধার করে নরওয়েজীয়ান ধর্মযাজক।

দেশত্যাগ করে ঠায় হয় এক বাইবেল স্কুলে। বড় হয়ে টুরিস্ট হয়ে আবার ফিরে আসা স্বদেশে।

সব মিলিয়ে জীবন সংগ্রামের এক চিত্র ফুটে উঠেছে বই টিতে।

>> বইটি লেখক অনুবাদক ও নোরলার সৌজন্যে বিনামূল্যে বিতরণের জন্য। আমি কিনেছি ৪০ টাকা দিয়ে।

বিষয়: বিবিধ

১১২২ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

297759
২৮ ডিসেম্বর ২০১৪ রাত ১১:০৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভাল লাগেনি বইটি।
২৯ ডিসেম্বর ২০১৪ রাত ১২:৩৯
241121
গোলাম মাওলা লিখেছেন : ধন্যবাদ
297761
২৮ ডিসেম্বর ২০১৪ রাত ১১:২২
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৯ ডিসেম্বর ২০১৪ রাত ১২:৩৯
241122
গোলাম মাওলা লিখেছেন : ধন্যবাদ
297767
২৮ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৫২
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : বইটি পাবো কোথায়?
২৯ ডিসেম্বর ২০১৪ রাত ১২:৪০
241123
গোলাম মাওলা লিখেছেন : আমি জানি না। আমি সেদিন পুরান বই এর দোকান হতে কিনেছি
299131
০৪ জানুয়ারি ২০১৫ সকাল ১০:০৯
সায়েম খান লিখেছেন : আমি কি পাবো?
১৭ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:৪২
243205
গোলাম মাওলা লিখেছেন : পেতে পারেন, খোজ নিন ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File