প্রণয়ের প্রলয়
লিখেছেন লিখেছেন নাজমুল আহসান ২৮ ডিসেম্বর, ২০১৪, ১০:৩৫:৫২ রাত
কেউ কেউ স্বপ্ন দেখে,দেখতে পারে বলেই
এখানে আজও প্রেমের চাষ হয়,
নাইটিঙ্গেল পাখি রক্ত দেয়,
কুৎসিত উড়ে ধোয়ার কুন্ডুলি পাকিয়ে।
স্বপ্ন ঘোরে প্রচন্ড ছেলে মানুষ হয়ে
তোমার চিবুক স্পর্শ করেছিরাম বলে
তুমি সুনামির ঢেউয়ের মতো ফুসেঁ উঠেছিলে;
আর আমার ভালোবাসার নাভি ফেটে
রক্ত হয়ে গিয়েছিলো সাহারা মরুভূমি!
বিষয়: বিবিধ
১০০১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন