নিসংঙ্গ বিদায়
লিখেছেন লিখেছেন লেলিহান শিখা ২৮ ডিসেম্বর, ২০১৪, ১১:১৪:০৬ রাত
পৃথিবীতে এসেছি আমি
দুদিনের তরে,
আবার ফিরে যাব আমি
আমার আপন ঘরে।
এসেছি একা চলে যাব একা
রইবে না কেউ পাশে,
শুধু এই পৃথিবীর মাঝে স্বৃতিটুকু আমার
থাকবে যেন মিশে।
দু হাতের তরে কত কিছু নিয়ে
করিতাম আমি খেলা,
খালি হাত দুটি মোর যাবে সাথে
চির বিদায়ের বেলা।
কবর দেশেতে কিযে হবে
ভাবি বসে নিরালায়,
ক্ষমা কর মোর প্রভু তুমি
জানি তুমি দয়াময় ॥
বিষয়: বিবিধ
১১৯১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাবি বসে নিরালায়,
ক্ষমা কর মোর প্রভু তুমি
জানি তুমি দয়াময় ॥
আমারও একই কথা। কি যে হবে আমার। পোকা মাকড় সাপ ব্যাং তার ভিতর থাকতে হবে।
ভাবি বসে নিরালায়,
ক্ষমা কর মোর প্রভু তুমি
জানি তুমি দয়াময় ॥ আমীন ।
মন্তব্য করতে লগইন করুন