কারাগার থেকে
লিখেছেন লিখেছেন লেলিহান শিখা ২১ ডিসেম্বর, ২০১৪, ১১:০৭:৪৬ রাত
মাগো তোমায় দেখতে বড়
ইচ্ছা আমার করে,
কেমন করে আসবো আমি
তোমার কোলে ফিরে।
তোমার জন্য মনটা আমার
শুধুই হা হা করে,
শিকল দিয়ে রাখে যখন
আমায় অন্ধকারে।
অনেক সময় নাখেয়ে মা
করতাম অভিমান
এখানে আমি পাইনা খেতে
হয়তো যাবে প্রাণ।
চলার পথে ভূল হলে মা
দিও ক্ষমা করে,
আমি কেমন করে আসবো মাগো
তোমার কোলে ফিরে।
আমি দুনিয়াতে চায়না বিচার
চাইযে খোদার কাছে
দুনিয়ার এই বিচার আচার
সবই যেন মিছে।
খোদার পথে চলতে গিয়ে
আমি কারাগারে
শহীদি জীবন চাইযে আমি
মরণের-ই পরে।
বিষয়: বিবিধ
১১৭১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি কারাগারে
শহীদি জীবন চাইযে আমি
মরণের-ই পরে।
সকল মুমিনেরই এই প্রত্যাশা থাকা উচিত।
হে আল্লাহ তুমি সকল দীনি ভাইকে জালিমের হাত থেকে রক্ষা করো।
মন্তব্য করতে লগইন করুন