শিবিরের রক্ত নির্ভেজাল
লিখেছেন লিখেছেন লেলিহান শিখা ২৩ নভেম্বর, ২০১৪, ০৯:৪২:০০ রাত
সেদিন শহরের এক মসজিদ থেকে জুম্মার নামাজ আদায় করে মসজিদের সামনে দাড়িয়ে আছি হটাৎ লম্বা পাঞ্জাবী মুখে সুন্নতি দাড়ি আর মাথায় টুপি পরা একজন ব্যাক্তি আমার সাথে ছালাম বিনিময় করে বললেন ভাই এখানে শিবিরের মেস কোথায়? (লোকটিকে আমি মুখ চিনি তিনি আমাদের শহরের কওমি মাদরাসায় পড়তেন) আমি বললাম বর্তমানে এখানে শিবিরের স্থায়ী কোন মেস নেই। তিনি বললেন ভাই জরুরী ভাবে আমার এক ব্যাগ B+ রক্তের প্রয়োজন। পাশেই বসা ছিলেন শিবিরের ব্লাড ডোনেশনের দায়িত্বে থাকা ভাই, আমি ভাইকে ডেকে বললাম এই ভায়ের জন্য এক ব্যাগ B+ রক্তের প্রয়োজন। তখন শিবিরের সেই ভাইটি আমাদের কে তার রুমে নিয়ে গেলেন এবং তিনি একটা লিষ্ট আমার কাছে দিলেন আর একটা লিষ্ট তিনি খুজতে লাগলেন, এমন সময় আমি যে ভাইটির রক্তের প্রয়োজন তার কাছে জিজ্ঞেস করলাম ভাই রক্ত কার জন্য লাগবে? তিনি বললেন আমার মায়ের জন্য, আমি বললাম আপনার রক্তের গ্রুপ কি জানা আছে? তিনি বললেন আমার রক্তের গ্রুুপ B+ আমি বললাম তাহলে তো আপনি নিজেই দিতে পারেন। তিনি বললেন আমার একটু সমস্যা আছে মনে হয় আমার রক্ত একটু কম আছে। আমরা অবাক হলাম তার কথা শুনে যে মায়ের রক্ত তার শরীরে প্রবাহিত হচ্ছে সেই মায়ের রক্ত লাগবে অতচ গ্রুপের সাথে মিল থাকা সত্বেও নিজে রক্ত না দিয়ে শিবির খুজছে রক্তের জন্য।
বিষয়: বিবিধ
১২০৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন