টাক ডুমা ডুম টাক

লিখেছেন লিখেছেন শঙ্কর দেবনাথ ১৯ ফেব্রুয়ারি, ২০১৫, ০৮:০৭:০৩ সকাল

টাক ডুমা ডুম টাক,

দাদুর মাথায় টাক,

টাকের উপর

চক দিয়ে রোজ

দিদুন কষেন আঁক।

টাক ডুমা ডুম টাক।।

তাক ধিনা ধিন তাক,

দিদুন ডাকেন নাক,

নাকের উপর

বাজান দাদু

তাক ধিনা ধিন তাক।

তাক ধিনা ধিন তাক।।

বিষয়: সাহিত্য

১২৬৭ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

305155
১৯ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:১৩
সজল আহমেদ লিখেছেন : ছন্দে মাতাল বেতাল হইসে আরেকটু বড় করলে ভালা হইত
305160
১৯ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:৩০
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
305249
১৯ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:৩২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : Tongue Tongue Tongue Rose Rose Rose ভালো লাগলো অনেক ধন্যবাদ
305437
২১ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৪০
শঙ্কর দেবনাথ লিখেছেন : টেনে হেচড়ে শুধু বড় করাই কি সাহিত্যের ধর্ম! নাকি বাক সংযম। মন্তব্য করার জন্য ধন্যবাদ। আর বেতাল হলো কোন জায়গায় বুঝতে পারলাম না সজল ভাই। একটু ধরিয়ে দিলে উপকৃত হই। ভাল থাকুন।
২১ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:২৮
247110
সজল আহমেদ লিখেছেন : ছন্দে মাতাল ,বেতাল হইছে ।একটা আঞ্চলিক ভাষা ব্যবহার করেছি ।মানে ছন্দগুলা অনেক ভাল হয়েছে ।আর বড় করতে বলেছি এই জন্য যে পাঠক এতটুকু পড়তে চায়না ,একটু বড় হলে পাঠক আগ্রহ দেখায় ।আর কবি হিসেবে পাঠক ধরে রাখা একান্ত কর্তব্যের বিষয় ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File