টাক ডুমা ডুম টাক
লিখেছেন লিখেছেন শঙ্কর দেবনাথ ১৯ ফেব্রুয়ারি, ২০১৫, ০৮:০৭:০৩ সকাল
টাক ডুমা ডুম টাক,
দাদুর মাথায় টাক,
টাকের উপর
চক দিয়ে রোজ
দিদুন কষেন আঁক।
টাক ডুমা ডুম টাক।।
তাক ধিনা ধিন তাক,
দিদুন ডাকেন নাক,
নাকের উপর
বাজান দাদু
তাক ধিনা ধিন তাক।
তাক ধিনা ধিন তাক।।
বিষয়: সাহিত্য
১২৬৭ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন