ভালবাসার দিন

লিখেছেন লিখেছেন শঙ্কর দেবনাথ ১৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০১:০০:১৮ দুপুর

একটি দিনই

ভালবাসার,

আর সকলই

ঘৃণার কি?

একটি সুরই

আলো আশার,

লক্ষ তারের

বীণার কি?

অন্য সকল

দিনের প্রেমের

মধ্যে শুধুই

নকল কি?

একটি দিনই

মিলন হেমের,

বাদ বাকি সব

ধকল কি?

বিষয়: সাহিত্য

৯৪৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

304433
১৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:৫২
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : খুব ভালো লাগলো পড়ে। ধন্যবাদ আপনাকে
304434
১৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:০২
নারী লিখেছেন : খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ।
304437
১৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:২৪
হতভাগা লিখেছেন : বিশ্ব ভালোবাসা দিবস মানে খসানোর উতসবের দিন।

এই দিনে প্রেমিকা তার প্রেমিকদের কাছ থেকে ইচ্ছে মত খসায় আর বান্ধবীদের চোখে হিংসা জাগায় ।

সারা বছরই এরকম করে , তবে আজকের দিনটা স্পেশাল।
305150
১৯ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৮:০৮
শঙ্কর দেবনাথ লিখেছেন : সবাইকেই শুভেচ্ছা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File