ভালবাসার দিন
লিখেছেন লিখেছেন শঙ্কর দেবনাথ ১৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০১:০০:১৮ দুপুর
একটি দিনই
ভালবাসার,
আর সকলই
ঘৃণার কি?
একটি সুরই
আলো আশার,
লক্ষ তারের
বীণার কি?
অন্য সকল
দিনের প্রেমের
মধ্যে শুধুই
নকল কি?
একটি দিনই
মিলন হেমের,
বাদ বাকি সব
ধকল কি?
বিষয়: সাহিত্য
১০১৬ বার পঠিত, ৪ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
এই দিনে প্রেমিকা তার প্রেমিকদের কাছ থেকে ইচ্ছে মত খসায় আর বান্ধবীদের চোখে হিংসা জাগায় ।
সারা বছরই এরকম করে , তবে আজকের দিনটা স্পেশাল।
মন্তব্য করতে লগইন করুন