এই ছড়াটি ওই ছড়াটি
লিখেছেন লিখেছেন শঙ্কর দেবনাথ ০৬ ফেব্রুয়ারি, ২০১৫, ০৪:৪২:৪৯ বিকাল
এই ছড়াটি
খেই হারানো
ওই ছড়াটি
খই,
দুইটি ছড়াই
জড়াই বুকে
পাতাই রসের
সই।
দুষ্টু ছড়া
রুষ্টু ছড়া
মিষ্টি তেতো
টক,
সবার সাথি
হবার লোভে
চোখ করে
চকচক।
ছড়ার সাথে
দিন ও রাতে
মজায় খেলা
করি,
ছড়ায় হাসি
ছড়ায় ভাসি
ছড়াই প্রাণের
জরি।
বিষয়: সাহিত্য
১১৫৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন