ফাটকা কথার টাটকা ছড়া
লিখেছেন লিখেছেন শঙ্কর দেবনাথ ১৯ জানুয়ারি, ২০১৫, ০২:৪২:০৫ দুপুর
সোমকে মা তার
ধমকে বলেন-
দুষ্টু পাজি
ছেলে,
সন্ধে বেলায়
আছিস শুয়ে
বই পড়াটা
ফেলে।
পরম সুখে
নরম সুরে
সোম বললে-
মাগো,
ঘুমিয়ে আমি
পড়ছি, তুমি
মিথ্যে বোকো
না গো!
বিষয়: সাহিত্য
৯৪১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন