ছড়াঃ আগুনকথা
লিখেছেন লিখেছেন শঙ্কর দেবনাথ ১০ জানুয়ারি, ২০১৫, ০৫:১৮:০০ বিকাল
জ্বলছে আগুন মনে বনে
টলছে প্রাণীকুল,
কীসের পাপে সৌরতাপে
ফোটায় বিষের হুল।
ভোরেই জেগে গিন্নি রেগে
আগুন হয়ে ওঠেন,
সেই আগুনেই কিচেনরুমে
চায়ের জলটা ফোটে।
হাট বাজারের সাথে সাথেই
আগুন জ্বলে পেটে,
নেতার কথায় আগুন জ্বলে
মিছিল সভা গেটে।
তুষের আগুন বুকের মাঝে
সুখের ঘরে খাঁ খাঁ,
পোড়ার জন্যে পিপিলীকার
গজায় তবু পাখা।
বিষয়: সাহিত্য
৯৫২ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন