ছড়াঃ বাঘ-হরিণের ছবি

লিখেছেন লিখেছেন শঙ্কর দেবনাথ ১৫ ডিসেম্বর, ২০১৪, ০৮:১৭:০৭ সকাল

সোঁদরবনের বাঘ এঁকেছে

তোতনমনি খাতায়,

লোলুপ চোখে বাঘটা কেবল

এদিক সেদিক তাকায়।

বাঘের পাশে নাদুসনুদুস

হরিণ আঁকে যেই,

লাফ দিয়ে বাঘ হরিণের ঘাড়

মটকে দিল সেই।

বিষয়: সাহিত্য

১৯০৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

294498
১৫ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৪১
দ্য স্লেভ লিখেছেন : আপনার কবিতার বিষয়বস্তু খুব দারুন এবং সাদামাটা। অনেকে যেখানে নারী নিয়ে লিখে ছারখার করে ফেলে সেখানে আপনি দারুন সব বিষয়ে লিখেন। অভিনন্দন রইলো। তবে আপনি কমেন্টের জবাব দেওয়া শুরু করলে আপনার পাঠকের পরিমান বাড়তে পারে। Happy
294536
১৫ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:২২
শঙ্কর দেবনাথ লিখেছেন : ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File