ছড়াছড়ি / শঙ্কর দেবনাথ
লিখেছেন লিখেছেন শঙ্কর দেবনাথ ১২ ডিসেম্বর, ২০১৪, ০৯:১৬:৪৩ সকাল
এক)
চোখটা খোলা রেখে
সবকিছু যাও দেখে
মাছ ধরে নাও ছলে
জল কাদা না মেখে।
দুই)
সকল কিছু বুঝে
মুখটা থাকো বুজে
আপন পরাণ বাঁচাও
গর্তে মাথা গুঁজে।
বিষয়: সাহিত্য
৯০২ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন