যায় না থাকা চুপ করে / শঙ্কর দেবনাথ
লিখেছেন লিখেছেন শঙ্কর দেবনাথ ১১ ডিসেম্বর, ২০১৪, ০৮:৩৯:২২ সকাল
ভাববে বেশি করবে কম,
এটাই জ্ঞানীর বাণী,
কিন্তু অনেক সময় আসে
ভাবার আগেই করার।
হিংসা তে নয়, ভালোবেসেই
ঘুচাও যতো গ্লানি,
কিন্তু অনেক সময় আসে
অস্ত্র হাতে ধরার।
জ্ঞানীর কথা, ধৈর্য্য ধরো,
সংযমী হও খুবই,
কিন্তু অনেক সময় আসে
যায় না থাকা চুপই।
বিষয়: সাহিত্য
৮৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন