কবিতাঃ তুমি পোড়ো - আমি পুড়ি
লিখেছেন লিখেছেন শঙ্কর দেবনাথ ০৭ ডিসেম্বর, ২০১৪, ০৭:৫৫:১৫ সন্ধ্যা
রাতের সমস্ত চোখে ঘুম এলে
চুপি চুপি কবিতারা
ঘরে ঢোকে
তছনছ করে দেয়
আটপৌরে প্রেম-
আর
দেয়ালে খেয়ালে ঢালে
মহাকাল ধারা
তুমি পোড়ো
আমি পুড়ি-
ফুল হয়ে ওড়ে কবিতারা---
বিষয়: সাহিত্য
৮৫৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন