কবিতাঃ স্বৈরলাটাই/ শঙ্কর দেবনাথ

লিখেছেন লিখেছেন শঙ্কর দেবনাথ ০৭ ডিসেম্বর, ২০১৪, ০৭:৪৩:৩৭ সকাল

রাত ঋতুমতী হয়।

অন্ধকার জ্বলে ওঠে।

ছন্দময় নাচে।

বোধের গভীর থেকে

নক্ষত্রযুবতী চোট মেলে।

হাসে।

ইশারা পাঠায়।

মানচিত্র মুছে যায়।

সুতো ছেঁড়ে।

পড়ে থাকে স্বৈরলাটাই।

বিষয়: সাহিত্য

৯৭৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

291953
০৭ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:১২
মোস্তফা সোহলে লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
292034
০৭ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৫০
শঙ্কর দেবনাথ লিখেছেন : ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File