কবিতাঃ অপেক্ষা / শঙ্কর দেবনাথ
লিখেছেন লিখেছেন শঙ্কর দেবনাথ ০৩ ডিসেম্বর, ২০১৪, ০৪:৩৯:২৫ বিকাল
বধির বোধির পাশে
শুয়ে থাকে নদী
আর
নদীর বুকের মধ্যে
যদি-র নিঃশব্দ মুখ-
মাথা গুঁজে চোখ খোঁজে
চাঁদের মদির জল
যদি নেমে আসে
থর থর পৃথিবীর ঘরে
অপেক্ষা একা একা
রোদে পুড়ে মরে---
বিষয়: সাহিত্য
১১১০ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যদি-র নিঃশব্দ মুখ-
বেশ লাগল। ভাবটা ঝুলেই রইল। অপেক্ষা...
মন্তব্য করতে লগইন করুন