কবিতাঃ প্রেমের পদ্য
লিখেছেন লিখেছেন শঙ্কর দেবনাথ ২৮ নভেম্বর, ২০১৪, ০১:১৩:২৬ দুপুর
রাত্রির ঘরে জ্বর্জর জ্বরে
শুয়ে শুয়ে মরে
বাঁশি সুর,
তুমি এসে রোজ, নিয়ে যাও খোঁজ
পড়ে আছে কি না
বাসি ফুল।
আমার প্রলাপ, খোঁপার গোলাপ
করে নিয়ে যাও
এসে কি?
ভাল বেসে বেসে, আরো ভাল বেশে
তোমাকেই ভাল
বেসেছি।
বিষয়: সাহিত্য
৮০২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে ফুল চেঞ্জ করে নিবেন দয়া করে।
বাসি না, তাজা তাজা...
মন্তব্য করতে লগইন করুন